উত্তরা ইউনিভা‍র্সিটিতে ‘বিচার বিভাগে ক্যারিয়ার ও সাফল্যের গল্প’ শীর্ষক সভা

প্রথম পাতা » প্রধান সংবাদ » উত্তরা ইউনিভা‍র্সিটিতে ‘বিচার বিভাগে ক্যারিয়ার ও সাফল্যের গল্প’ শীর্ষক সভা
রবিবার, ২ মার্চ ২০২৫



উত্তরা ইউনিভা‍র্সিটিতে ‘বিচার বিভাগে ক্যারিয়ার ও সাফল্যের গল্প’ শীর্ষক সভা

উত্তরা ইউনিভার্সিটিতে ‘বিচার বিভাগে ক্যারিয়ারের সম্ভাবনা ও সাফল্যের গল্প’ শীর্ষক এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলরুমে আইন বিভাগ ও অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্সের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. আল-আমিনকে সম্মাননা জানানো হয়। তিনি সম্প্রতি বিচার বিভাগীয় কমিশনের ১৭তম বিচার বিভাগীয় পাবলিক পরীক্ষায় সহকারী বিচারক সুপারিশপ্রাপ্ত হয়েছেন। সভায় তিনি বিচার বিভাগে সফলতার পথে তার অভিজ্ঞতা ও অনুপ্রেরণাদায়ক বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমে ভূঁইয়া।

আইন বিভাগের প্রায় ৩০০ শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানের বক্তারা আইন শিক্ষার গুরুত্ব, অধ্যবসায় ও নৈতিকতার প্রতি আলোকপাত করেন। আইন শিক্ষার উৎকর্ষতা ও ভবিষ্যৎ আইনজীবী গড়ার ভূমিকা তুলে ধরে উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, ‘একাডেমিক পড়ালেখার সঙ্গে আরও অনেক বই পড়তে হবে। জ্ঞান অর্জনের ক্ষেত্রে নিজেকে কখনো থামিয়ে দিও না। ভালো আইনজীবী তথা প্রকৃত মানুষ গড়ার ক্ষেত্রে এ বিশ্বব্যিালয় বদ্ধপরিকর।’

অন্যদিকে, বিচার বিভাগে ক্যারিয়ার গড়ার দিকনির্শেনা দিয়ে ড. আজিজ আহমে ভূঁইয়া বলেন, ‘সফলতার জন্য যত ধরনের পরামর্শ দরকার, তা আমি দেব। সফলতার জন্য লেগে থাকতে হবে, আর প্রচুর পরিশ্রম করতে হবে। আমার খুব আনন্দ হয় যখন দেখি, আমার ছাত্র ভালো পড়ালেখা করে আমরাই সহকর্মী হয়েছে।’

প্রাক্তন শিক্ষার্থী আল-আমিন বলেন, ‘আমার পড়ালেখা বন্ধ হয়ে যেত, যদি উত্তরা বিশ্ববিদ্যালয় আমাকে ১০০ শতাংশ স্কলারশিপ না দিত। আমি ফুল স্কলারশিপ নিয়ে ভালো রেজাল্ট অর্জন করেছি এবং একাধিকবার চেষ্টার ফলে আজ সহকারী বিচারক পদে সুপারিশপ্রাপ্ত হয়েছি। জীবনে কখনো হতাশ হওয়া যাবে না, সৃষ্টিকর্তার কাছে চাইলে আর প্রচুর চেষ্টা করলে অবশ্যই, অবশ্যই সফলতা আসবে।’

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা অতিথিদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও ভবিষ্যতে তারা নিজে কোন অবস্থায় দেখতে চান, তা ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ৪:৩৯:৫০   ২০২ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাসিনাসহ রেহানা পরিবারের তিন মামলায় আরও ২২ জনের সাক্ষ্য
সালমান এফ রহমানের বিরুদ্ধে ১৭টি মানিলন্ডারিং মামলার অভিযোগপত্র দাখিল শিগগিরই
প্রধান উপদেষ্টাকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অসত‍্য: পররাষ্ট্র মন্ত্রণালয়
নিউইয়র্কে মামদানির ঐতিহাসিক জয়: ইহুদি ডেমোক্রেট রাজনীতিতে বিভাজনের ইঙ্গিত
ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে প্রস্তুত ল্যাভরভ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
উপদেষ্টা পরিষদে অধ্যাদেশের খসড়া অনুমোদন গুমের শাস্তি মৃত্যুদণ্ড
নোট অব ডিসেন্টের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক পথ: তারেক রহমান
ইসরাইলি সামরিক আইনজীবীরা গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ সম্পর্কে সতর্ক করেন
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের

Law News24.com News Archive

আর্কাইভ