রংপুরে আবু সাঈদ হত্যা: ছাত্রলীগ নেতা আকাশ তিন দিনের রিমান্ডে

প্রথম পাতা » প্রধান সংবাদ » রংপুরে আবু সাঈদ হত্যা: ছাত্রলীগ নেতা আকাশ তিন দিনের রিমান্ডে
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫



রংপুরে আবু সাঈদ হত্যা: ছাত্রলীগ নেতা আকাশ তিন দিনের রিমান্ডে

রংপুরে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী আকাশের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর মেট্রোপলিটন আমলী আদালতে বিচারক মো. আসাদুজ্জামান শুনানী শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে আকাশের চারদিনের রিমান্ড আবেদন করে পিবিআই। আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদ। এছাড়াও তিনি শেখ রাসেল শিশুকিশোর ক্রীড়া চক্রের সভাপতি।

এই তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন।

তিনি জানান, জুলাই অভ্যুত্থানের পর রংপুর থেকে পালিয়ে আকাশ জামালপুর জেলার ইসলামপুর চর গঙ্গাপাড়ার নিজ বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, আমরা চার দিনের রিমান্ড চেয়েছিলাম। আদালত জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ মামলায় এখন পর্যন্ত দুই পুলিশসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ। এ ঘটনায় ২০২৪ সালের ১৮ আগস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলী আদালতে মামলা করেন। মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অনুসন্ধানের তালিকায় রয়েছে।

বাংলাদেশ সময়: ০:০৫:২৪   ৮২ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


বিশ্ববাসী আরেকটি ‘নাকবার’ সাক্ষী হতে পারে: জাতিসংঘ
শেখ মুজিবের কালো আইনেই আ.লীগ নিষিদ্ধ সম্ভব : অ্যাটর্নি জেনারেল
হত্যা মামলায় কারাগারে সেলিনা হায়াৎ আইভী
হাসিনার বিরুদ্ধে গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার
গুম হওয়া বিএনপি নেতার বাসায় পরোয়ানা, সেই এসআইকে প্রত্যাহার
বিচার বিভাগ শক্তিশালী করতে ডিজিটালাইজেশনের বিকল্প নেই
‘ভারত ফের হামলা না করলে দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান’
ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১
বিচারকের স্বাক্ষর জালিয়াতি করে আসামিকে জামিন, থানায় মামলা

Law News24.com News Archive

আর্কাইভ