গাজা ২০২৫: হোয়াট ইজ নেক্সট? গাজায় ট্রাম্প হোটেল, মূর্তি!

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজা ২০২৫: হোয়াট ইজ নেক্সট? গাজায় ট্রাম্প হোটেল, মূর্তি!
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫



গাজায় ট্রাম্প হোটেল, মূর্তি!

গাজায় যুদ্ধ বন্ধ হয়ে গেলে তা দখল করে নেয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এরপর সেখানে তিনি ‘রিভেইরা অব দ্য মিডল ইস্ট’ বানানোর পরিকল্পনা করেছেন। এরই মধ্যে কেমন হবে সেই ‘রিভেইরা অব দ্য মিডল ইস্ট’ তার একটি বিতর্কিত ভিডিও প্রচার করেছেন তিনি। তাতে দেখানো হয়েছে যুক্তরাষ্ট্র তার দখলে নিয়ে গাজায় কি কি পরিবর্তন করেছে এবং তার ফলে গাজা উপত্যকা দেখতে কেমন হবে। ফেব্রুয়ারির শুরুর দিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প তার পরিকল্পনা ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে আরব জাহান ও বিভিন্ন দেশ থেকে এর কড়া সমালোচনা করা হয়। আইনপ্রণেতারা এবং বিশ্লেষকরা আশঙ্কা করতে থাকেন, গাজায় বসবাসরত কমপক্ষে ২০ লাখ মানুষকে জোরপূর্বক অন্যদেশে পাঠিয়ে দেয়া হবে। কেউ কেউ আশঙ্কা করেন, এতে ওই অঞ্চল আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে। কিন্তু কে শোনে কার কথা! নিজের পরিকল্পনা নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ৩৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন ট্রাম্প। এর মধ্য দিয়ে তার গাজা দখলের পরিকল্পনাকে আরো উৎসাহিত করেছেন বলেই মনে হয়।

ওই ভিডিওতে ইংরেজিতে প্রশ্ন করা হয়েছে- ‘গাজা ২০২৫: হোয়াট ইজ নেক্সট?’ এই ভিডিও কে তৈরি করেছে তা পরিষ্কার নয়। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই ভিডিও এটা নিশ্চিত। এতে সাহসী, চটকদারভাবে নতুন একটি ট্রাম্প হোটেল দেখানো হয়েছে। আছে ট্রাম্পের নিজের স্বর্ণের তৈরি একটি বিশাল মূর্তি। একটি শিশু ট্রাম্প-বেলুন নিয়ে ছুটছে ওই সমুদ্র সৈকতে। এতে ট্রাম্পের ‘ফাস্ট বাডি’ ইলন মাস্ককে দেখা যায় শিশু এবং পর্যটকদের অর্থ ছুড়ে মারছেন। ট্রাম্প নিজে এক বেলিড্যান্সারের সঙ্গে নাটছেন। ককটেল পান করছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। এই ভিডিও নিয়ে অনলাইনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বহু এক্স ব্যবহারকারী একে চরমভাবে ভয়াবহ হিসেবে আখ্যায়িত করেছে। কেউ একে ‘বিশ্বমঞ্চে নোংরামি’ বলে অভিহিত করেছেন। অন্যরা বলছেন, এটা ট্রাম্পের পরিকল্পনার সময়। তিনি গাজাকে সিরিয়াসলি নিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৩৭   ১৮১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


চিকুনগুনিয়া বাংলাদেশসহ চার দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা
দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ হাসিনা-পরবর্তী বাংলাদেশের প্রতি ভারত কি অবস্থান বদলাচ্ছে?
অমুসলিম বিদেশিরাও সৌদিতে মদ কিনতে পারবেন, তবে…
আল জাজিরার বিশ্লেষণ ৫০ বছরে ‘ওয়ার অন ড্রাগস’ থেকে কী পেলো যুক্তরাষ্ট্র?
পশ্চিম তীরে ইসরাইলি সৈন্যদের গুলি, নিহত ফিলিস্তিনি কিশোর ও পথচারী
ফ্যাক্ট-চেকার, কনটেন্ট মডারেটরদের ভিসা নিষিদ্ধ করছে যুক্তরাষ্ট্র
সংকীর্ণ রশির ওপর ভারসাম্য রক্ষা কেন পুতিনের সফর ভারতের পররাষ্ট্রনীতির এক মহাশিক্ষা
ভারতে অবস্থান প্রসঙ্গে  হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে : জয়শঙ্কর
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক রিপোর্ট ‘সভ্যতাগত বিলুপ্তির’ মুখোমুখি ইউরোপ
আল জাজিরার বিশ্লেষণ ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন জোট চায় পাকিস্তান, সম্ভাবনা কতোটুকু?

Law News24.com News Archive

আর্কাইভ