
এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় নানা অায়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে সরকারি শাহবাজপুর কলেজের মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথমে ইউএনও মো. শাহ আজিজ’র নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
পরবর্তীতে লালমোহন থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পৌরসভা কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন ।
অপরদিকে ভোরে লালমোহন থানার ফটকের সামনের থেকে একটি প্রভাত ফেরি বের হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৮:৪৩:২৯ ৯৯ বার পঠিত