আমরা তারেক রহমান এর নেতৃত্বে এমন রাষ্ট্র গঠন করবো যে রাষ্ট্রে নিশি রাতে কোন ভোট হবেনা : স্বপন

প্রথম পাতা » সারাদেশ » আমরা তারেক রহমান এর নেতৃত্বে এমন রাষ্ট্র গঠন করবো যে রাষ্ট্রে নিশি রাতে কোন ভোট হবেনা : স্বপন
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫



---

বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহির উদ্দিন স্বপন বলেন, আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এমন রাষ্ট্র গঠন করবো যে রাষ্ট্রে নিশি রাতে কোন ভোট হবেনা, যে রাষ্ট্রে ভোটের আগেই শতকরা পঞ্চান্নভাগ আসন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হবে না। এমন নির্বাচন হতে দেব না যে নির্বাচনে কোন শক্তিশালী দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বসে নির্বাচন পরিচালনা করে।

তিনি আরো বলেন, রাষ্ট্রের মালিক জনগন’ তাই অতিদ্রুত তাদের কাছে ব্যালট পেপার দিয়ে রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে। যারা ভোটের বিলম্ব করতে চায় তারা জনগনের কাছে ব্যালট পেপার দিতে চায় না। জনগনকে ঘুমন্ত রেখে রাষ্ট্রের মালিকানা কুক্ষিগত করবেন না।

সোমবার (১৭ ফ্রেব্রুয়ারি) সকালে ভোলা শহরের মহাজনপট্টিস্থ সদর রোডে, নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা,অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথের উত্তরণে নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন জনদাবিতে   ভোলা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন তিনি।

জেলা বিএনপির অাহবায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে ও সদস্য সচিব রাইসুল আলমের সঞ্চালনায় এ সময়  প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল অঞ্চল) মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন,আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৯:০৭:৪১   ৮৮ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


রাজবাড়ীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র,গুলিসহ দুজন গ্রেফতার
শেখ মুজিবের কালো আইনেই আ.লীগ নিষিদ্ধ সম্ভব : অ্যাটর্নি জেনারেল
রাজবাড়ীতে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন গ্রেফতার
ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
শামা ওবায়েদের গাড়িবহরে হামলা: ১৯ আ.লীগ নেতাকর্মী কারাগারে
সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেয়ার নামে প্রতারণা, চক্রের ২ সদস্য আটক
বিশেষ অভিযানে আরও ১১৩৭ জন গ্রেপ্তার
কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে দুদকের অভিযান, সত্যতা মিলল না অভিযোগের
পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের মেয়ের আত্মহত্যা
গৃহবধূ হত্যায় দেবরের মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ির যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ