ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে একগাদা রেকর্ড বাংলাদেশের

প্রথম পাতা » খেলা » ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে একগাদা রেকর্ড বাংলাদেশের
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪



ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে একগাদা রেকর্ড বাংলাদেশের

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে স্রেফ উড়ে যায় বাংলাদেশ। ২০১ রানের বড় হারের পর বাংলাদেশ দল ঘুরে দাঁড়াতে পারে, এমন বিশ্বাস খোদ টিম ম্যানেজমেন্টরও ছিল কিনা তা নিয়ে সন্দেহ আছে। তবে বাংলাদেশ সেটাই করে দেখিয়েছে।

জ্যামাইকা টেস্টে পেসারদের দাপট আর তাইজুল ইসলামের ঘূর্ণিতে ১৫ বছর পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সাদা পোশাকের ক্রিকেটে জয় পেয়েছে বাংলাদেশ। ১০১ রানের জয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করেছে। একইসঙ্গে ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সমাপ্তিটাও হয়েছে মধুর।

স্মরণীয় এই জয়ে বাংলাদেশ একগাদা রেকর্ড গড়েছে। জয়ের আনন্দ বাড়াতে সেসব কীর্তিতে একবার চোখ বুলানো যাক…

জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে ২০০ বা তার চেয়ে কম রানে অলআউট হয়েও এই প্রথম টেস্ট জিতল বাংলাদেশ।

২০১৩ সালে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্ট সিরিজসেরা হন রবিউল ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে রবিউলের সিরিজসেরা হওয়ার ১১ বছর পর বাংলাদেশের দ্বিতীয় পেসার হিসেবে টেস্টে সিরিজসেরা হলেন তাসকিন আহমেদ।

দেশের বাইরে টেস্ট জয়ের দিক দিয়ে এখন ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের প্রিয় ভেন্যু। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এখন পর্যন্ত সর্বোচ্চ তিনটি টেস্ট জয় করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এছাড়া পাকিস্তান ও জিম্বাবুয়েতে বাংলাদেশ দুটি করে টেস্ট জিতেছে।

দেশের বাইরে টেস্টের চতুর্থ ইনিংসে বাংলাদেশের সেরা বোলিং এখন তাইজুল ইসলামের। জ্যামাইকায় ৫০ রানে ৫ উইকেট পেয়েছেন তিনি। আগের সেরা মাহমুদউল্লাহর, ২০০৯ সালে সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫/৫১।

২৫

এই সিরিজের বাংলাদেশের পেসাররা মিলে পেয়েছেন ২৫ উইকেট। যা কোনো টেস্ট সিরিজে বাংলাদেশি পেসারদের জন্য সর্বোচ্চ উইকেটের রেকর্ড। এর আগে দুবার এক সিরিজে সর্বোচ্চ ২১ উইকেট পেয়েছিলেন পেসাররা।

১০১

টেস্টে রানের হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বড় জয় এটি। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ রানের টেস্ট জয় ছিল ২০০৯ সালে সেন্ট ভিনসেন্টে। সেবার ৯৫ রানে জিতেছিল বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২২:৪২:২০   ২৫১ বার পঠিত  




খেলা’র আরও খবর


দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের
সুপার ওভারে ১ রানে হার বাংলাদেশের
৬ অক্টোবর বিসিবির নির্বাচন হতে বাধা নেই
‘তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে’, দাবি ক্রীড়া উপদেষ্টার
বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত, চিঠি বৈধ
ফ্লিকের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল উয়েফা
আবারও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশে নামলো বাংলাদেশ
ক্রিকেটার নাসির-তামিমার আত্মপক্ষ শুনানি পিছিয়েছে
সাকিবসহ ১৫ জনের নামে দুদকের মামলা
আরসিবি’র প্রথম আইপিএল ট্রফি জয় উপলক্ষে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ