প্রথম ভোটকেন্দ্রে ৩-৩ ভোটে ‘ড্র’ করলেন কমালা-ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » প্রথম ভোটকেন্দ্রে ৩-৩ ভোটে ‘ড্র’ করলেন কমালা-ট্রাম্প
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪



প্রথম ভোটকেন্দ্রে ৩-৩ ভোটে ‘ড্র’ করলেন কমালা-ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রথম প্রহরে ইতিমধ্যেই শুরু হয়েছে ভোটগ্রহণ। মধ্যরাতেই ভোট দিয়ে ফেলেছেন নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ছোট্ট একটি গ্রামের ভোটাররা। আর তাতে তিনটি করে ভোট পেয়ে ড্র করেছেন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এটিই মঙ্গলবারের প্রথম ভোটগ্রহণ। ভোটার কম থাকায় অল্প সময়ের মধ্যে ওই গ্রামের ভোট গণনাও শেষ বলে জানিয়েছে অনলাইন সিএনএন।

এতে বলা হয়, নিউ হ্যাম্পশায়ারের ছোট্ট ডিক্সভিল নচ নামের এই গ্রামের একমাত্র ভোটকেন্দ্রটিতে মঙ্গলবার রাতের প্রহরে শুরু ভোট গ্রহণ। অল্প সময়ের মধ্যেই শেষ হয় ভোটগ্রহণ ও গণনা। কেননা গ্রামটির ভোটার সংখ্যা ১০ জনেরও কম। নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের উত্তর প্রান্তে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বরাবর এ গ্রামটির অবস্থান।

ঐতিহ্য অনুযায়ী, সমস্ত যোগ্য ভোটাররা ডিক্সভিল নচের বালসামস হোটেলে জড়ো হন এবং মধ্যরাতে ভোট দিয়ে ফেলেন। ব্যালটে ভোট কাস্ট হয়ে গেলে, ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হয় অল্প সময়ের মধ্যেই।

উল্লেখ্য, নিউ হ্যাম্পশায়ারের নির্বাচনী আইন মতে, কোনো আসনে অধিবাসীর সংখ্যা ১০০ জনের কম হলে তারা মধ্যরাত থেকে ভোটকেন্দ্র চালু রাখতে পারে। সকল নিবন্ধিত ভোটার তাদের নাগরিক দায়িত্ব পালন শেষ করলে ভোটগ্রহণ বন্ধ হয়।

বাংলাদেশ সময়: ২০:৫৬:৪০   ১০৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বিশ্ববাসী আরেকটি ‘নাকবার’ সাক্ষী হতে পারে: জাতিসংঘ
‘ভারত ফের হামলা না করলে দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান’
ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১
পৃথিবীর সবচেয়ে গোপন নির্বাচন পদ্ধতি, ভ্যাটিকানে শুরু পোপ বাছাই পর্ব
আগ্রাসনের জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন মার্কিন শুল্ক নীতিতে হুমকির মুখে বাংলাদেশের পোশাক খাত, উদ্বেগ-উৎকণ্ঠায় শ্রমিকরা
ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আজ রুদ্ধদ্বার বৈঠক
গাজায় জোর করে মানুষকে অভুক্ত রাখছে ইসরাইল
হাজার হাজার রিজার্ভ সেনাকে তলব করছে ইসরাইল
গাজামুখী ত্রাণবাহী জাহাজে সশস্ত্র ড্রোনের হামলা

Law News24.com News Archive

আর্কাইভ