সন্ত্রাসবিরোধী আইনের মামলা আমির হামজা, হারুন ইজহার, গুনবী ও উসামাসহ ৬ জনকে অব্যাহতি

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সন্ত্রাসবিরোধী আইনের মামলা আমির হামজা, হারুন ইজহার, গুনবী ও উসামাসহ ৬ জনকে অব্যাহতি
সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪



আমির হামজা, হারুন ইজহার, গুনবী ও উসামাসহ ৬ জনকে অব্যাহতি

রাজধানীর শেরে বাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন আলোচিত ইসলামি বক্তা মো. আমির হামজা, আলী হাসান উসামা, মুফতি হারুন ইজহারসহ ছয়জন। মামলার বাকি আসামিরা হলেন, মাহমুদুল হাসান গুনবী, আল সাকিব, মো. আব্দুল্লাহ ও আনোয়ার হোসেন।

সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান মামলার দায় থেকে তাদের অব্যাহতি দেন।

মামলার অভিযোগ গঠনে শুনানির জন্য আজকের দিন ধার্য ছিল। সেই অনুযায়ী আদালতে হাজিরা দেন জামিনে থাকা আলোচিত বক্তা মো. আমির হামজাসহ ছয় আসামি। এ সময় কারাগারে আটক আসামি সাকিবকে আদালতে হাজির করা হয়।

আসামি পক্ষের আইনজীবীরা মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন করতে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মো. আমির হামজাসহ ছয়জনকে অব্যাহতি দেন। আসামি সাকিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী আল মামুন রাসেল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, জাতীয় সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার মামলায় ২০২১ সালের ৫ মে শেরে বাংলা নগর এলাকা থেকে আবু সাকিব নামের এক আসামিকে গ্রেপ্তার করে সিটিটিসি ইউনিট। পরে হামলার পরিকল্পনায় প্ররোচনার অভিযোগে আলী হাসান ওসামা নামের এক বক্তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা হয়।

এ মামলায় আবু সাকিব আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা সিটিটিসির ইন্সপেক্টর কাজী মিজানুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে অভিযোগ করা হয়, আসামি হামির হামজা ও অন্যরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদমূলক প্রচার চালিয়ে আসছিলেন। তার উগ্রবাদমূলক প্রচারণায় উদ্বুদ্ধ হন আসামি আবু সাকিবসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৯:১৮:১৭   ২৫৪ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যায় অভিযুক্ত ৭ ‘মাদক কারবারী’
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের এপিএস মনিরের দুই নৌযান জব্দ
এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার
স্ত্রী-কন্যাসহ র‍্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
৯০তম বারের মতো পেছালো রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার সময়সীমা
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বাঁধনসহ ৭ জন রিমান্ডে
ঢাবি শিক্ষিকা মোনামীর মামলা তদন্তের নির্দেশ
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৮ ডিসেম্বর
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা

Law News24.com News Archive

আর্কাইভ