ফোনে আড়িপাতায় বিতর্কিত সংস্থা ‘এনটিএমসি’ বিলুপ্তি দাবি

প্রথম পাতা » জাতীয় » ফোনে আড়িপাতায় বিতর্কিত সংস্থা ‘এনটিএমসি’ বিলুপ্তি দাবি
শনিবার, ১৭ আগস্ট ২০২৪



ফোনে আড়িপাতায় বিতর্কিত সংস্থা ‘এনটিএমসি’ বিলুপ্তি দাবি

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে (এনটিএমসি) বিতর্কিত সংস্থা উল্লেখ করে এর বিলুপ্তির দাবি করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, এনটিএমসি মানুষের মৌলিক মানবাধিকার ক্ষুণ্ন করেছে। নাগরিকের মুঠোফোনে আড়িপাতা, ডিভাইস নজরদারিতে রাখা, ফেসবুক-মেসেঞ্জার, এক্স, টেলিগ্রাম, ভাইবার, ইমো ও স্কাইপিতে এমনকি ওয়েবসাইট ব্লক ও ই-মেইলে আড়িপাতার অভিযোগ উঠেছে। এটি একটি বিতর্কিত টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রে পরিণত হয়েছে।

এনটিএমসির কার্যক্রম সংবিধান পরিপন্থি উল্লেখ করে এতে আরও বলা হয়, সংবিধানের ধারা ৪৩-এর (খ) অনুচ্ছেদে চিঠিপত্র ও যোগাযোগের সব মাধ্যমের গোপনীয়তা রক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে। অথচ ভিন্ন অ্যাপে আড়িপাতা ছাড়া অন্য কোনও কাজই করেনি এই সংস্থা।

বিবৃতিতে মহিউদ্দিন আহমেদ দাবি করেন, এনটিএমসি বিক্যাল মাউন্টেন ডাটা ইন্টারসেপ্টর এবং বিক্যাল মাউন্টেন মোবাইল ইন্টারসেপ্টরের মতো ভয়ানক যন্ত্র ব্যবহার করেছে। এমনকি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করা হয়েছিল।

এ সময় এনটিএমসির বিলুপ্তির দাবিপত্র শিগগিরই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দেওয়া হবে জানায় বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ সময়: ২১:২২:১৫   ১৩২ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


তারেক রহমান দেশে ফেরার তথ্য জানালে উদ্যোগ নেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
জি এম কাদের ও তার স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা
শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী মামুনের জেরা শুরু
১০ বিচারকের বদলির আদেশ
কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দিলেন সাবেক ৯ মন্ত্রীসহ ২৪ আসামি
কাকরাইলে সংঘর্ষ নিয়ে সেনাবাহিনীর ব্যাখ্যা
নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
হাসিনার তত্ত্বাবধায়ক সরকার চাওয়া, ভূতের মুখে রাম নাম : অ্যাটর্নি জেনারেল
আইন সচিব হলেন বিচারক লিয়াকত
যে কৌশলে সরকারি প্লট বাগিয়ে নেন শেখ রেহানা

Law News24.com News Archive

আর্কাইভ