শনিবার বান্দরবানে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

প্রথম পাতা » শিরোনাম » শনিবার বান্দরবানে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪



---

মোহাম্মদ নাসির উদ্দীন তিজো, বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন  কেএনএফ একাধিক ব্যাংকে  হামলার পর বান্দরবান পরিদর্শনে  আগামীকাল শনিবার আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৬ এপ্রিল) সকাল ১০টায় হেলিকপ্টারযোগে বান্দরবানের রুমায় পৌঁছাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সাড়ে ১১টায় রওনা দেবেন রুমা থেকে বান্দরবান সদরের উদ্দেশ্যে। দুপুর সাড়ে ১২টায় বান্দরবান সার্কিট হাউসে মতবিনিময় সভায় যোগ দেবেন। দুপুর আড়াইটায় ঢাকার উদ্দেশ্যে  রওনা দিবেন।


উল্ল্যেখ্য, গত মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে তারাবির নামাজ চলাকালে বান্দরবানের রুমা উপজেলায় হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। সোনালী ব্যাংকের শাখায় ঢুকে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটের চেষ্টা চালায়। এ সময় তারা ব্যাংকে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্রও লুট করে। একইসঙ্গে মসজিদ থেকে রুমা শাখার সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দীনকে অপহরণ করে নিয়ে যায়, পরবর্তীতে র‍্যাবের মধ্যস্থতায় বৃহস্পতিবার তাকে মুক্তি দেওয়া হয়।


গত বুধবার দিন দুপুরে থানচির কৃষি ও সোনালী ব্যাংকে হামলা চালিয়ে প্রায় ১৫ লক্ষ টাকা লুট করে এবং বৃহস্পতিবার রাত ৮টার পর থানচির সোনালী ব্যাংক শাখা ও বাজারে হামলা চালায় শতাধিক কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্য। সেখানে পুলিশের সঙ্গে কেএনএফ এর ঘন্টাব্যাপি থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে ।

বাংলাদেশ সময়: ২২:৫৯:০৮   ১৪১ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে দুদকের অভিযান, সত্যতা মিলল না অভিযোগের
কেন্দ্রীয় কৃষক লীগের সাংগাঠনিক সম্পাদক, রাজবাড়ীর সন্তান ডিবি পুলিশের হাতে গ্রেফতার
রাজবাড়ীতে ব্যাংক কর্মকর্তা পরিচয়ে প্রতারক চক্র এক গ্রাহকদের ৮লক্ষ টাকা আত্মসাৎ, গ্রেফতার ৪
লালমোহনে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সভা
স্বামী হত্যার মামলায় স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড
বাগেরহাট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সব সদস্যের পদত্যাগ
ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার ৩ জন রিমান্ডে
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন
ভোলার লালমোহনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নওগাঁর ধামুইরহাটে শিক্ষককে নির্যাতনের বিচার এবং শিক্ষকদের নিরাপত্তা চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

Law News24.com News Archive

আর্কাইভ