বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

বাদী–সাক্ষীরা একটি রাজনৈতিক দলের কর্মী, যথাসময়ে আইনি পদক্ষেপ নেব: শিশির মনির

প্রথম পাতা » রাজধানী » বাদী–সাক্ষীরা একটি রাজনৈতিক দলের কর্মী, যথাসময়ে আইনি পদক্ষেপ নেব: শিশির মনির
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫



বাদী–সাক্ষীরা একটি রাজনৈতিক দলের কর্মী, যথাসময়ে আইনি পদক্ষেপ নেব: শিশির মনির

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন জামায়াতের কেন্দ্রীয় নেতা, সুনামগঞ্জ–২ আসনের মনোনয়নপ্রত্যাশী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। তিনি বলেছেন, বাদী ও সাক্ষীরা একটি রাজনৈতিক দলের কর্মী, তাই এ মামলার উদ্দেশ্য স্পষ্টত রাজনৈতিক।

রোববার (৭ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। এ বিষয়ে সন্ধ্যায় লিখিত বিবৃতি দেন শিশির মনির।

বিবৃতিতে শিশির মনির বলেন, “আইনের আশ্রয় নেওয়ার অধিকার সবার আছে। তবে মামলার বিষয়বস্তু পড়ে মনে হয়েছে, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই আমার আইনজীবী বন্ধুগণ অতি উৎসাহী হয়ে এই কাজ করেছেন। আমরা আইনের শাসনে বিশ্বাসী। আইন তার নিজস্ব গতিতে চলবে। বিষয়টি নিয়ে যথাসময়ে উপযুক্ত আদালতে আমরা কার্যকর পদক্ষেপ নেব।”

তিনি আরও বলেন, “ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আমার বিরুদ্ধে মামলা করা বাদী ও সাক্ষীগণ ঢাকা আইনজীবী সমিতির সদস্য। প্রাথমিক তথ্যানুযায়ী তারা সবাই একটি রাজনৈতিক দলের কর্মী।”

এদিন ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রিদওয়ান হোসেন রবিন মামলার আবেদন করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আবেদনে অভিযোগ করা হয়— বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর কাছে ধর্ম অত্যন্ত স্পর্শকাতর বিষয়। ইসলাম ধর্মে আল্লাহর কোনো আকৃতি নেই এবং রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করা হয়। অন্যদিকে সনাতন ধর্মাবলম্বীদের পূজা দেব–দেবীর আকৃতিনির্ভর। তাই ‘রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ–ওপিঠ’ হিসেবে উপস্থাপন করা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

বাংলাদেশ সময়: ২২:৫৫:৫৭   ২১ বার পঠিত