বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

সোনাইমুড়ির সন্তান অ্যাডভোকেট মো: নজরুল ইসলাম ছোটন ডেপুটি অ্যার্টনী জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » সোনাইমুড়ির সন্তান অ্যাডভোকেট মো: নজরুল ইসলাম ছোটন ডেপুটি অ্যার্টনী জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫



 ---

সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল হিসেবে ৪১ জন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে আরও ৬৭ জন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

মো: নজরুল ইসলাম ছোটন সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার  মোল্লাপাড়া গ্রামের মোহাম্মদ আব্দুল হক ও নীলুফা বেগম এর কনিষ্ঠ  সন্তান।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স এবং এলএম ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে ভিকটিমোলজি এন্ড রেস্টোরেটিভ জাস্টিস বিষয়ে আরেকটি মাস্টার্স  ডিগ্রি  সম্পন্ন করেন।

তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক।

বাংলাদেশ সময়: ২২:১২:০৯   ১১৫৭ বার পঠিত