ব্যান্ডদল আর্টসেলের বিরুদ্ধে রাকসুর জিএসের মামলা

প্রথম পাতা » বিনোদন » ব্যান্ডদল আর্টসেলের বিরুদ্ধে রাকসুর জিএসের মামলা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫



ব্যান্ডদল আর্টসেলের বিরুদ্ধে রাকসুর জিএসের মামলা

চুক্তি করেও কনসার্টে উপস্থিত না হওয়ায় বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেলের শিল্পী লিংকন আর্টসেল ও ম্যানেজার খাদেমুল ওয়াহাব মাহেরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাঈদের আদালতে মামলার আবেদন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মো. সালাহউদ্দীন আম্মার।

আদালত এ সময় বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে বিকেলে তেজগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। বাদীপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন এ তথ্য নিশ্চিত করেন।

অভিযোগে বলা হয়, গত ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে ‘জুলাই-৩৬ মুক্তির উৎসব’ অনুষ্ঠিত হয়। ওই আয়োজনে অংশ নেওয়ার জন্য লিংকন আর্টসেল ও খাদেমুল ওয়াহাব মাহের ১৯ জুলাই চুক্তিবদ্ধ হন। চুক্তি অনুযায়ী ৫ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে ৫ লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করা হয়। কিন্তু অনুষ্ঠান শুরুর পাঁচ ঘণ্টা আগে তারা ফেসবুকে পোস্ট দিয়ে জানায় যে তারা অংশ নেবে না। তাদের অনুপস্থিতির কারণে সাধারণ শিক্ষার্থী এবং মামলার বাদীর মোট ১৬ লাখ টাকার ক্ষতি হয়। পরে ২৫ আগস্ট লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তারা কোনো জবাব দেয়নি।

বিষয়টি নিশ্চিত করে সালাহউদ্দীন আম্মার বলেন, হ্যাঁ, কালচারাল ফ্যাসিস্ট আর্টসেলের বিরুদ্ধে আমি মামলা করেছি। আমি এখন ট্রেনে আছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানাব।

বাংলাদেশ সময়: ৭:৪৭:১৮   ৩৯ বার পঠিত  




বিনোদন’র আরও খবর


আইনের দ্বারস্থ হলেন শিল্পা
ব্যান্ডদল আর্টসেলের বিরুদ্ধে রাকসুর জিএসের মামলা
মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতেমা বোচ্
মিস ইউনিভার্স থেকে দুই বিচারকের পদত্যাগ
আত্মসমর্পণের পর জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
তানজিন তিশার নামে মামলা
বিএনপির সম্ভাব্য মনোনয়ন তালিকায় নেই শিল্পীরা
সালমান শাহ হত্যা মামলা: সামিরার মা লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা
আদালতে কেন ঘুরছেন সামিরার ক্রিকেটার স্বামী ইশতিয়াক
সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Law News24.com News Archive

আর্কাইভ