![]()
প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে কারাগার থেকে মুক্তি দেওয়ার এবং তাকে বিচারিক তত্ত্বাবধানে রাখার সিদ্ধান্ত নিয়েছে প্যারিসের একটি আপিল আদালত।
সোমবার (১০ নভেম্বর) ফ্রান্স টোয়েন্টিফোর জানিয়েছে, ফরাসি প্রসিকিউটররা বিচারিক তত্ত্বাবধানে সারকোজির মুক্তির অনুরোধ করার পর আজই তার মুক্তি হতে পারে।
লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে তহবিল নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর মামলায় সম্প্রতি পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় সারকোজিকে। তবে কারাভোগের তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে তিনি মুক্তি পাচ্ছেন।
ইতোমধ্যে দুর্নীতি এবং অবৈধ প্রচারণার অর্থায়ন গ্রহণসহ অন্যান্য সকল অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে।
প্যারিসের আদালত জানিয়েছে, অপরাধের ‘গুরুত্বের’ কারণে সারকোজির কারাদণ্ড তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়। তবে মুক্তির পর তার ফরাসি ভূখণ্ড ত্যাগ নিষিদ্ধ করা হবে। পরবর্তীতে আপিলের শুনানি চলবে বলে আশা করা হচ্ছে।
২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের ক্ষমতায় থাকা সারকোজি তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, লিবিয়ার প্রাক্তন নেতা মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে তাকে যুক্ত করার বিষয়টি একটি ‘চক্রান্ত’।
সম্প্রতি সারকোজি কারাগার থেকে ভিডিওলিংকের মাধ্যমে আদালতকে বলেন, তিন সপ্তাহের কারাদণ্ডের জীবন বেশ ‘ভয়াবহ’ কেটেছে। তিনি বলেন, ‘এটা কঠিন, খুব কঠিন, অবশ্যই যে কোনো বন্দীর জন্য…। আমি বলব এটা নিষ্ঠুর।’
বাংলাদেশ সময়: ২০:১৯:০০ ৬ বার পঠিত