
৫৪ ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। অনলাইন এনডিটিভির খবর, ফেরত পাঠানো সবাই ভারতের হরিয়ানা রাজ্যের বাসিন্দা। অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের অপরাধে তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, রোববার ওএই-৪৭৬৭ নামক একটি ফ্লাইটে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমান্দরে অবতরণ করেন এসব অবৈধ অভিবাসীরা।
সূত্রের বরাত দিয়ে এনটিভি জানিয়েছে, ফেরত আসা ব্যক্তিদের ১৬ তরুণ হরিয়ানা রাজ্যের কারনাল, ১৫ জন কাইঠাল, ৫ জন আম্বালা, ৪ জান ইয়ামুনা নগর, ৪ জন করুকশ্রেষ্ঠা, ৩ জন জিন্দ, ২ জন সনিপাতের বাসিন্দা। এছাড়া একই রাজ্যের পঞ্চকুলা, পানিপত, রোহটাক এবং ফতেহবাদের একজন করে বাসিন্দাও রয়েছে। ফেরত আসা এসব ব্যক্তি ২৫ থেকে ৪০ বছর বয়সী। কারনালের বাসিন্দাদের ইতিমধ্যেই পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ। দ্বিতীয়বার ক্ষমতায় এসে অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর নীতি গ্রহণ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইতিমধ্যেই কয়েক দফায় দুইশতাধিক ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে।
কারনালের ডিএসপি সন্দিপ কুমার জানান, ফেরত আসা ব্যক্তিরা সকলেই অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। এভাবে অবৈধ পথে আমেরিকা গমন ভারতীয় আইনেও নিষিদ্ধ। তাই এমন পথ অবলম্বনের বিষয়ে ভারতীয়দের সতর্ক করেছে দেশটির প্রশাসন।
বাংলাদেশ সময়: ২২:৪৯:৩৬ ৫২ বার পঠিত