বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

ইসরাইলি পার্লামেন্টে আরব ও মুসলিম নেতাদের ধন্যবাদ দিলেন ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলি পার্লামেন্টে আরব ও মুসলিম নেতাদের ধন্যবাদ দিলেন ট্রাম্প
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫



ইসরাইলি পার্লামেন্টে আরব ও মুসলিম নেতাদের ধন্যবাদ দিলেন ট্রাম্প

গাজা পুনর্গঠনে সহায়তার জন্য আরব বিশ্ব ও মুসলিম নেতাদের ধন্যবাদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার ইসরাইলের পার্লামেন্ট নেসেটে বক্তৃতা দেন তিনি। সেখানে তিনি বলেন, যুদ্ধবিরতির মাধ্যমে মধ্যপ্রচ্যে নতুন ভোরের সূচনা হয়েছে। ট্রাম্প আরও বলেন, কয়েক বছরের টানা যুদ্ধ এবং অন্তহীন বিপদের পর আকাশ আজ শান্ত। বন্দুক নীরব। সাইরেন স্থির এবং এমন একটি পবিত্র ভূমিতে সূর্য উদিত হচ্ছে যেখানে অবশেষে শান্তি এসেছে। এই ভূমি ঈশ্বরের ইচ্ছায় চিরকাল শান্তিতে থাকবে। এ খবর দিয়েছে আরব নিউজ। এতে বলা হয়, সেনেটে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে আইনপ্রণেতারা তাকে স্বাগত জানান। তার নামে স্লোগান দেন। ট্রাম্প বলেন, এটা কেবল যুদ্ধের সমাপ্তি নয়, মধ্যপ্রাচ্যে নতুন ভোরের ঐতিহাসিক সূচনা। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আরব ও মুসলিম বিশ্বের প্রতি আমার অগাধ কৃতজ্ঞতা জানাই। জিম্মিদের মুক্তি এবং তাদের দেশে ফেরত পাঠানোর জন্য হামাসের ওপর চাপ প্রয়োগে তারা ঐক্যবদ্ধ ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫১:১০   ৪৫ বার পঠিত