বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

তাইওয়ানের সামরিক কর্মকর্তাদের তথ্যের বিনিময়ে পুরষ্কার দেবে চীন

প্রথম পাতা » আন্তর্জাতিক » তাইওয়ানের সামরিক কর্মকর্তাদের তথ্যের বিনিময়ে পুরষ্কার দেবে চীন
রবিবার, ১২ অক্টোবর ২০২৫



তাইওয়ানের সামরিক কর্মকর্তাদের তথ্যের বিনিময়ে পুরষ্কার দেবে চীন

তাইওয়ানের সামরিক কর্মকর্তাদের তথ্যের বিনিময়ে অর্থ প্রদানের ষোষণা দিয়েছে চীনা কর্তৃপক্ষ। মোট ১৮ কর্মকর্তার তথ্যের বিনিময়ে ওই অর্থ প্রদানের ষোঘণা দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ‘বিচ্ছিন্নতাবাদী’ বার্তা ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, শনিবার উপকূলীয় শহর জিয়ামেনের পুলিশ তাইওয়ানের কর্মকর্তাদের গ্রেপ্তারের বিষয়ে তথ্য দিলে ১ হাজার ৪০০ ডলার পুরষ্কারের ঘোষণা দিয়েছে। এর আগে তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং বিমান সুরক্ষা ব্যবস্থা ও সামরিক ব্যয় বৃদ্ধির মাধ্যমে দ্বীপের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রতিশ্রুতি দেয়ার একদিন পর ওই ঘোষণা দেয়া হয়েছে। কর্তৃপক্ষ কয়েকজন ব্যক্তির নাম, পরিচয় প্রকাশ করেছে। তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য ওয়েবসাইট পরিচালনার অভিযোগ আনা হয়েছে।

জিয়ামেনের পাবলিক সিকিউরিটি ব্যুরো জানিয়েছে, অফিসাররা দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ উস্কে দেয়ার ষড়যন্ত্র করছিলো। তবে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য ওই সব অভিযোগ অস্বীকার করেছে। শুক্রবার জাতীয় দিবসে লাইয়ের ভাষণের পর বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।  লাইকে একজন সমস্যা সৃষ্টিকারী ব্যক্তি হিসেবে অভিহিত করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন। তাইওয়ানের তীব্র বিরোধিতা সত্বেও বেইজিং তাইওয়ানের ওপর সার্বভৌমত্ব দাবি করে এবং সাম্প্রতিক বছরগুলোতে সামরিক ও রাজনৈতিক চাপ তীব্র করেছে। ফলে তাইওয়ানের জনগণের মন থেকে চীনা সামরিক আক্রমণের হুমকি কখনও যায়নি।

বাংলাদেশ সময়: ১:১২:৫৩   ৪৬ বার পঠিত