![]()
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি যুদ্ধ শুরুর পর থেকে দখলদারদেরকে এ পর্যন্ত কমপক্ষে ২১ দশমিক ৭ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে ওই তথ্য দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে বলা হয়েছে, ব্রাউন ইউনিভার্সিটিস ওয়াটসন স্কুল অব ইন্টারন্যাশনাল এন্ড পাবলিক অ্যাফেয়ার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র আনুমানিক ১০ বিলিয়ন বা তার বেশি অর্থ নিরাপত্তা সহায়তার জন্য ব্যয় করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর অবশ্য এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এর আগে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানান ডনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে হামাস ও ইসরাইলি কর্তৃপক্ষ এ বিষয়ে পরোক্ষ আলোচনা শুরু করে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনায় সাড়া দেয় হামাস।
এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া ইসরাইল গাজায় তাদের অভিযান পরিচালনা করতে পারতো না। বলা হয়েছে, বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তির অধীনে ইসরাইলের জন্য ভবিষ্যতে কয়েক বিলিয়ন ডলার তহবিল বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে। আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রথম বছরেই ১৭ দশমিক ৯ বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে। তখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় ছিলেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, কিছু সামরিক সহায়তা ইতিমধ্যেই সরবরাহ করা হয়েছে বাকিগুলো আগামী বছর সরবরাহ করা হবে। ওয়াশিংটন ভিত্তিক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের সঙ্গে যৌথভাবে প্রতিবেদনটি তৈরি করা হয়েছিলো। তবে কিছু ইসরাইলপন্থি গোষ্ঠী ইনস্টিটিউটটিকে বিচ্ছিন্নতাবাদী ও ইসরাইল বিরোধী বলে অভিযুক্ত করেছে।
বাংলাদেশ সময়: ২৩:৪১:৪৮ ৪২ বার পঠিত