ক্রিপ্টিক ক্লাউন ভিডিও পোস্টের কিছুদিন পর ফ্যাশন ইনফ্লুয়েন্সারের মৃত্যু

প্রথম পাতা » বিনোদন » ক্রিপ্টিক ক্লাউন ভিডিও পোস্টের কিছুদিন পর ফ্যাশন ইনফ্লুয়েন্সারের মৃত্যু
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫



ক্রিপ্টিক ক্লাউন ভিডিও পোস্টের কিছুদিন পর ফ্যাশন ইনফ্লুয়েন্সারের মৃত্যু

ক্রিপ্টিক ক্লাউন ভিডিও পোস্ট করার পর এক নারী ফ্যাশন ইনফ্লুয়েন্সারকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ওই ফ্যাশন ইনফ্লুয়েন্সারের নাম মারিয়ান ইজাগুয়ের (২৩)। তাকে মেক্সিকোর মোরেলিয়া শহরের একটি হোটেল রুম থেকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়া হলে কিছুদিন পর তিনি মৃত্যুবরণ করেন। প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে, ইজাগুয়েরকে অসুস্থ অবস্থায় হোটেল রুমে পাওয়া যায়। জানা গেছে, তিনি কয়েকদিন ধরে হোটেলে ছিলেন। সেখানে ক্রমাগত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। মারিয়ান ইজাগুয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফ্যাশন ও লাইফস্টাইল কন্টেন্ট শেয়ার করে বেশ জনপ্রিয়তা অর্জন করেন। নিখোঁজ হওয়ার চার দিন আগে তিনি ক্লাউনের মতো মেকআপ করে একটি ভিডিও পোস্ট করেন। তাকে লস্ট লাভ নামের একটি গান সুর মেলাতে দেখা যায়। মারিয়ানের টিকটকে ৪ দশমিক ৫ মিলিয়ন ফলোয়ার আছে। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ৩ লাখ। জনপ্রিয় ওই ইনফ্লুয়েন্সারের মৃত্যুতে তার ভক্ত ও অন্য ইনফ্লুয়েন্সারদের মধ্যে শোকের ছাঁয়া নেমে এসেছে। কন্টেন্ট ক্রিয়েটর মার্সেলো আলকাজার ইনস্টাগ্রামে এক পোস্টে বলেন, তুমি একজন অসাধারণ নারী। এদিকে ইজাগুয়েরের পরিবার তার অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করবেন বলে জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০৪:৩৬   ৯৮ বার পঠিত  




বিনোদন’র আরও খবর


তানজিন তিশার নামে মামলা
বিএনপির সম্ভাব্য মনোনয়ন তালিকায় নেই শিল্পীরা
সালমান শাহ হত্যা মামলা: সামিরার মা লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা
আদালতে কেন ঘুরছেন সামিরার ক্রিকেটার স্বামী ইশতিয়াক
সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সালমান শাহ হত্যার আসামিদের ফোন ট্র্যাকিং হচ্ছে: পুলিশ
সালমান শাহ হত্যা মামলায় নতুন আসামি হলেন যারা
সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ
দুদকের মামলায় জামিন মেলেনি আসাদুজ্জামান নূরের
কোরআন হাতে আদালতে মডেল মেঘনা: ‘রাষ্ট্রদূতকে রিজেক্ট করেছি, উপহার ফেরত দিয়েছি’

Law News24.com News Archive

আর্কাইভ