ইনু-পলকসহ ৯ আসামির ভার্চুয়ালি হাজিরা

প্রথম পাতা » জাতীয় » ইনু-পলকসহ ৯ আসামির ভার্চুয়ালি হাজিরা
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫



ইনু-পলকসহ ৯ আসামির ভার্চুয়ালি হাজিরা

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ঘিরে দায়ের করা বিভিন্ন মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়েছেন সাবেক ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৯ জন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে ভার্চুয়ালি তাদের হাজিরা গ্রহণ করা হয়।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আকরাম হোসেন। তিনি গত কয়েক দিন ধরে ঢাকার বিভিন্ন আদালত পরিদর্শন করছেন।

ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, সাবেক ওসি মাজহারুল ইসলাম ও পুলিশ কনস্টেবল শোয়াইবুর রহমান। তাদের মধ্যে তিনজন কাশিমপুর কারাগার থেকে এবং ছয়জন কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী, পল্টন, মিরপুর ও হাতিরঝিল থানার বিভিন্ন মামলায় আসামিদের হাজিরার জন্য দিন ধার্য ছিল। পরে আদালত ভার্চুয়ালি তাদের হাজিরা গ্রহণ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, বিচারপতি আকরাম হোসেন উপস্থিত থেকে ভার্চুয়ালি হাজিরা দেখেন। ভার্চুয়ালি হাজিরা দেখে বিচারপতি সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

বাংলাদেশ সময়: ১৯:৫৭:০২   ১৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


ইনু-পলকসহ ৯ আসামির ভার্চুয়ালি হাজিরা
খালেদা জিয়াকে সাজা দেওয়া সেই বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ
শেখ হাসিনা-কামালসহ তিনজনের বিরুদ্ধে ১৫তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
হাসিনার মামলায় ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
গণঅভ্যুত্থানের হত্যা মামলার কার্যক্রম গতিশীল করতে কমিটি গঠন
ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ
ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার
ট্রাইব্যুনালের তদন্ত দলের কাছে যে লিখিত জবানবন্দি দিয়ে গেছেন বদরুদ্দীন উমর
ববি হাজ্জাজকে হত্যাচেষ্টা: শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

Law News24.com News Archive

আর্কাইভ