রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বিচারপতি সুশিলাকে চায় তরুণরা

প্রথম পাতা » আন্তর্জাতিক » নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বিচারপতি সুশিলাকে চায় তরুণরা
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫



নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বিচারপতি সুশিলাকে চায় তরুণরা

অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা শুরু করেছে নেপাল। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রধান বিচারপতি সুশিলা কার্কির নাম প্রস্তাব করেছে তরুণরা। এর আগে দেশটির অন্তবর্তী সরকার প্রধান কে হবেন এ বিষয়ে একটি ভার্চুয়াল মিটিংয়ে যোগ দেয় প্রায় ৫ হাজার মানুষ। প্রাথমিকভাবে কাঠমান্ডুর মেয়র বালেন শাহ জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। তবে এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তরুণদের এক প্রতিনিধি জানায়, তিনি আমাদের ফোন ধরেননি। সেক্ষেত্রে অন্যদের নামও আলোচনায় আসে। তরুণরা সবচেয়ে বেশি সমর্থন দিয়েছেন সুশিলা কার্কিকে। তার কাছে এর আগে ওই প্রস্তাব দেয়া হলে তিনি সমর্থনের জন্য কমপক্ষে ১ হাজার লিখিত স্বাক্ষর চান। সূত্র মতে, তিনি ২ হাজার ৫০০ জনের স্বাক্ষর সংগ্রহ করেছেন। যা প্রয়োজনের তুলনায় বেশি। যদিও কার্কি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন, তবে ভার্চুয়াল মিটিংয়ে অন্যদের নামও উঠে আসে। এর মধ্যে নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রধান কুলমান ঘিসিং, যুব নেতা সাগর ধাকাল ও ধারানের মেয়র হারকা সামপাঙ অন্যতম।

র‌্যান্ডম নেপালি নামের এক ইউটিউবারও যথেষ্ট সমর্থন পেয়েছেন। তবে তিনি বলেন, যদি অন্য কেউ ওই দায়িত্ব গ্রহণ করতে না চান সেক্ষেত্রে তিনি অগ্রসর হবেন।সুশিলা কার্কি যদি প্রস্তাব গ্রহণ করেন, তাহলে তিনি প্রথমে সেনা প্রধান জেনারেল অশোক রাজের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তার প্রেসিডেন্টের কাছ থেকে অনুমতি নিতে হবে। তবে প্রক্রিয়াটি এখন যথেষ্ট জটিল। কারণ বর্তমানে দেশটিতে কোনো প্রেসিডেন্টই নেই। এর আগে সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞার জেরে বিক্ষোভ করে তরুণরা। ওই বিক্ষোভে পুলিশ গুলি চালালে সেখানে প্রাণ হারান ২২ জন। এরপর পার্লামেন্ট, প্রেসিডেন্টের কার্যালয়, প্রধানমন্ত্রীর বাসভবন ও পার্টির হেড কোয়ার্টারে আগুন দেয় বিক্ষোভকারীরা। সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ও তার স্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ড. আরজু রানা দেউবার ওপর হামলা চালায় বিক্ষোভকারীরা।

সূত্র: ইন্ডিয়া টুডে

বাংলাদেশ সময়: ২১:১২:৩৭   ৭ বার পঠিত