
স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ী’র গোয়ালন্দে
নুরা পাগলের দরবারে বিক্ষুব্ধ জনতার হামলা-মামলা’য় ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দের দেওয়ান পাড়া গ্রামের আফজাল সরদারের ছেলে মো. শাফিন সরদার (১৮), উপজেলার উজানচর ইউনিয়নের ১নং দিরাস্তুল্লাহ মৃধা পাড়ার মৃত আক্কাস মৃধার ছেলে উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. মাসুদ মৃধা, উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের লাল মিয়া মৃধার ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা, দেওয়ান পাড়া গ্রামের মো. জহির উদ্দিনের ছেলে এনামুল হক জনি (৩৩) ও গোয়ালন্দ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাজীপাড়া গ্রামের কাজি আরিফের ছেলে কাজী অপু (২৫)। গোয়ালন উপজেলার দিরাজতূল্লাহ মৃধা ডাঙ্গী গ্রামের মৃত মকলেছুর রহমান মৃধার ছেলে মোঃ হায়াত আলী মৃধা (২৯), একই উপজেলার নতুন পাড়ার(মাল্লাপট্টি) মোঃ শওকত সরদার এর ছেলে মোঃ জীবন সরদার(২২)।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, নুরা পাগলের দরবারে
পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হলে গতকাল রাতে অভিযান চালিয়ে ৫জন আজ দুজন সহ মোট ৭জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আরোও জানায়,
কাজী অপু বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, পুলিশের গাড়ি ভাংচুর ও লাশ উত্তোলন, মাজার ভাংচুর স্বীকার করেছে।
এর আগে গত শুক্রবার রাতে পুলিশের সরকারি কাজে বাঁধা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে সাড়ে ৩ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ২৩:৩৯:৩২ ২১ বার পঠিত