রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

ভোলায় মাদরাসা শিক্ষক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রথম পাতা » সারাদেশ » ভোলায় মাদরাসা শিক্ষক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫



---

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও ভোলা সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতীব মাও. মো. আমিনুল হক নোমানীর  নৃশংসভাবে হত্যার বিচারের দাবিতে  বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

রবিবার (০৭ সেপ্টেম্বর) সকালে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার

মাঠ থেকে  বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে মানববন্ধন কর্মসূচি   অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মাদ্রাসার বিভিন্ন  বিষয়ের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ সময়  বক্তব্য রাখেন, লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার  অধ্যক্ষ মাও. মো. মোশাররফ হোসাইন, উপাধ্যক্ষ মাও. মো. বিন ইয়ামীন, হেড মুহাদ্দিস মাও. মো. আব্দুল হক, ছাত্র মো. আবদুর রহমান, মো. কায়কোবাদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মুহাদ্দিস  আমিনুল হক নোমানী একজন আদর্শ শিক্ষক,  খতীব, বক্তা  ছিলেন। তার মতো মানুষকে এভাবে নৃশংসভাবে কুপিয়ে হত্যা যারা করেছে তারা অমানুষ পশু। এহেন ঘৃণ্য বর্বরোচিত হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আগামীতে কোন শিক্ষক, সুশীল সমাজ কিংবা সাধারণ শিক্ষার্থীদের উপরে যেকোন ধরনের আক্রমণ ভোলাবাসী শক্ত হাতে দমন করবে। প্রশাসনের দৃষ্টি কামনা করে বক্তারা বলেন, এই ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির  ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ সময়: ২৩:২৬:২৩   ৫৩ বার পঠিত