রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

হাটহাজারী মাদরাসাকে অবমাননা করে ফেসবুকে পোস্টকারী আটক, ছাত্রদের বিক্ষোভ-গাড়ি ভাঙচুর

প্রথম পাতা » প্রধান সংবাদ » হাটহাজারী মাদরাসাকে অবমাননা করে ফেসবুকে পোস্টকারী আটক, ছাত্রদের বিক্ষোভ-গাড়ি ভাঙচুর
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫



হাটহাজারী মাদরাসাকে অবমাননা করে ফেসবুকে পোস্টকারী আটক, ছাত্রদের বিক্ষোভ-গাড়ি ভাঙচুর

চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার সামনে অশালীন অঙ্গভঙ্গি করে ফেসবুকে পোস্ট দেয়ার ঘটনায় আরিয়ান ইব্রাহীম (২০) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জশনে জুলুস থেকে ফেরার পথে ফটিকছড়ি পৌরসভা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, হাটহাজারী মাদারাসার সামনে দাঁড়িয়ে তোলা অশালীন ভঙ্গির ছবি শনিবার ফেসবুকে পোস্ট করলে তা মুহূর্তেই সামাজিক যোগাযোগ যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর হাটহাজারী মাদরাসা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাদ্রাসা কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদের শান্ত থাকতে আহ্বান জানায়।

তবে, হাটহাজারী বাসস্টেশন এলাকায় অবরোধ করে কয়েকটি গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের মধ্যে।

এদিকে, আটকের আগেই এ ঘটনায় ওই তরুণ ফেসবুকে পোস্ট করে এক ভিডিও বার্তায় দুঃখপ্রকাশ করে ক্ষমাও চেয়েছেন। তবে হাটহাজারীতে উত্তেজনা বিরাজ করছে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী জানান, হাটহাজারী মাদরাসার প্রতি অবমাননাকর ইঙ্গিত করে ফেসবুক পোস্টকারী তরুণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানা সর্বোচ্চ গুরুত্বারোপ করে কাজ করছে। সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ৫:১৫:৪৬   ১৮ বার পঠিত