
স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীর জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) অভিযানে একাধিক মামলার আসামি আজিম মোল্লাকে(৪৫) গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আজিম রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ড নতুনপাড়ার মৃত আকবর আলী মোল্লার ছেলে।
গত রবিবার (৩ আগস্ট) বিকেলে জেলা শহরের নিউ কলোনী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ ওহিদুল হাসান ও এসআই (নিরস্ত্র) আতাউর রহমান, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ। অভিযানে সদর থানায় দায়েরকৃত মামলা নং-০১, তারিখ ০২/১০/২০২৪ খ্রি., ধারা-১৪৩/৩৪১/৩০৭/৩২৩/৩২৫/১১৪/৩৪ পেনাল কোড এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন (Explosive Substances Act), ৩/৬ ধারার এজাহারভুক্ত আসামি মোঃ আজিম মোল্লা কে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম জানান, আজিমের বিরুদ্ধে এই মামলার পাশাপাশি একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৪৫:৫৪ ৩৯ বার পঠিত