আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো ইনুকে

প্রথম পাতা » জাতীয় » আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো ইনুকে
শনিবার, ২৩ আগস্ট ২০২৫



আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো ইনুকে

জুলাই আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একটি মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল ইনুকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট বিকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে জাসদ নেতা হাসানুল হক ইনুকে গ্রেফতার করে পুলিশ। তখন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন জানিয়েছিলেন, নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় ইনুকে গ্রেফতার দেখানো হয়েছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল জাসদ।

বাংলাদেশ সময়: ১০:৪৫:০৫   ৭১ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


১০ বিচারকের বদলির আদেশ
কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দিলেন সাবেক ৯ মন্ত্রীসহ ২৪ আসামি
কাকরাইলে সংঘর্ষ নিয়ে সেনাবাহিনীর ব্যাখ্যা
নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
হাসিনার তত্ত্বাবধায়ক সরকার চাওয়া, ভূতের মুখে রাম নাম : অ্যাটর্নি জেনারেল
আইন সচিব হলেন বিচারক লিয়াকত
যে কৌশলে সরকারি প্লট বাগিয়ে নেন শেখ রেহানা
শপথ নিলেন হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতি
প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য চলছে
হত্যাচেষ্টা মামলায় পলক, রাষ্ট্রদ্রোহে জাহাঙ্গীর গ্রেফতার

Law News24.com News Archive

আর্কাইভ