শনিবার, ৩০ আগস্ট ২০২৫

ইসরাইলি আইনপ্রণেতার ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলি আইনপ্রণেতার ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫



ইসরাইলি আইনপ্রণেতার ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া

ইসরাইলি আইনপ্রণেতার ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। দেশটির সরকারের তরফে বলা হয়েছে, তারা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের একজন আইনপ্রণেতার ভিসা বাতিল করেছে। যিনি ফিলিস্তিনি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছেন এবং অধিকৃত পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন। এদিকে অস্ট্রেলিয়ার ওই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ইসরাইলও পাল্টা অস্ট্রেলিয়ার কূটনীতিকদের ভিসা বাতিল করেছে।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী গিডিয়ন সার বলেছেন, ইসরাইলে নিযুক্ত অস্ট্রেলিয়া রাষ্ট্রদূতকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধিদের ভিসা বাতিল করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে,  অন্য অনেক দেশের মতো ইসরাইলের তেল আবিবে অস্ট্রেলিয়ার দূতাবাস রয়েছে। এছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধিত্ব করে এমন কার্যালয় রয়েছে রামাল্লার পশ্চিম তীরে। গিদিয়ন সার এক্সের এক পোস্টে জানিয়েছেন, আমি ক্যানবেরাতে অবস্থিত ইসরাইলের দূতাবাসকে ইসরাইলে প্রবেশ করতে চায় এমন যে কারোর ভিসার আবেদন ভালোভাবে পরীক্ষা করে দেখতে। এসময় তিনি ইসরাইলিদের ভিসা বাতিলের অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে অযৌক্তিক বলে আখ্যা দেন। অস্ট্রেলিয়া সরকার অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে একে অবৈধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। উল্লেখ্য, আগামী মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত অস্ট্রেলিয়া। যা দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। ইসরাইলের ডানপন্থি অর্থমন্ত্রী বেজালের স্ট্রমিচের ইহুদিবাদী দলের সংসদ সদস্য সিমচা রথম্যান বলেছেন, এই মাসে তার একটি ইহুদি সংগঠনের আমন্ত্রণে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিলো। তবে তিনি জানতে পারেন তার ভিসা বাতিল হয়েছে ।

বাংলাদেশ সময়: ১:৪৪:১২   ৯০ বার পঠিত