শনিবার, ৩০ আগস্ট ২০২৫

পাকিস্তানে বন্যা ও ভূমিধসে নিহত ৩ শতাধিক

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে বন্যা ও ভূমিধসে নিহত ৩ শতাধিক
রবিবার, ১৭ আগস্ট ২০২৫



পাকিস্তানে বন্যা ও ভূমিধসে নিহত ৩ শতাধিক

পাকিস্তানে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩ শতাধিক। খাইবার পাখতুনখোয়াতেই ৩২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

এতে বলা হয়েছে, খাইবারপাখতুনখোয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ৭৪ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬৩টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ১১ টি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টিপাত ২১ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে বলেও সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাজাউর, তোরঘার, মানশেরা ও শাংলাতে ১৮৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা দুর্গত এলাকার জন্য ৫০০ মিলিয়ন রুপির ত্রাণ দেয়া হয়েছে। বুনেরের জন্য ১৫ মিলিয়ন রুপি এবং বাজুর, বাট্টাগ্রাম ও মানশেরার জন্য ১০ মিলিয়ন রুপি বরাদ্দ করা হয়েছে। এইসব জেলাগুলোকে বন্যা কবলিত বলে ঘোষণা দিয়েছে খাইবারপাখতুনখোয়া সরকার।

প্রাদেশিক উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ধ্বংসস্তূপের ভেতর থেকে মৃতদেহ উদ্ধারে ২০০০ হাজার উদ্ধারকর্মী নিয়োজিত আছেন। তারা বন্যা কবলিত ৯ টি জেলায় উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাত, ভূমিধসে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ এলাকায় রাস্তা বন্ধ থাকার কারণে উদ্ধারকর্মীদের পায়ে হেঁটে প্রত্যন্ত এলাকায় যেতে হচ্ছে। তারা জীবিতদের উদ্ধারে কাজ করছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জরুরি ভিত্তিতে তাঁবু, ওষুধ, খাদ্য ও অন্য গুরুত্বপূর্ণ সামগ্রী পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০:১৭:৩৭   ৮০ বার পঠিত