বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

বনানীর ‘সিসা বারে’ যুবক হত্যা মামলায় দুইজন রিমান্ডে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » বনানীর ‘সিসা বারে’ যুবক হত্যা মামলায় দুইজন রিমান্ডে
রবিবার, ১৭ আগস্ট ২০২৫



বনানীর ‘সিসা বারে’ যুবক হত্যা মামলায় দুইজন রিমান্ডে

ঢাকার বনানী এলাকার ‘সিসা বারে’ ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি খুনের মামলায় আব্দুল মালেক মুন্না নামে এক আসামির তিন দিন এবং মাকসুদুর রহমান হামজা নামে আরেক আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই মো. আমজাদ শেখ আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামিদের পক্ষে তাদের আইনজীবী মো. ওসমান গণি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী রেজাউল হক এর বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত আদেশ দেন।

আদালতে বনানী থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার কুমিল্লার বরুড়া থেকে তাদের গ্রেফতার করে র ্যাব। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ‘৩৬০ ডিগ্রি’ নামের ওই ‘সিসা বার’ থেকে নামার সময় ভবনের সিঁড়িতে রাহাত হোসেন রাব্বিকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় রাব্বিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজে দেখা গেছে, রাব্বি সিঁড়ি দিয়ে নামার সময় প্রথমে তিনজন তাকে ঘিরে ধরে। এরমধ্যেই তাকে ছুরিকাঘাত করা হয়। তাদের মধ্যে একজন রাব্বিকে কিছু একটা দিয়ে পেটাতেও দেখা গেছে। পরে রাব্বি পেছনের দিকে সরে লিফটের সামনে চলে এলে একজনকে দুই দফা কিছু একটা দিয়ে রাব্বির দিকে ছুড়ে মারতে দেখা গেছে। সবশেষে আরেকজন এসে রাব্বির ডান হাতের কনুইতে ছুরিকাঘাত করে সিঁড়ি দিয়ে নেমে যায়। এ ঘটনায় শুক্রবার রাব্বির বাবা রবিউল আউয়াল বনানী থানায় মামলা করেন।

শুক্রবার মীর হোসেন (২২), ফজলে রাব্বি (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) এবং আরাফাত ইসলাম ফাহিমকে (২৭) কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:০৯:৪৪   ১১৩ বার পঠিত