শনিবার, ৩০ আগস্ট ২০২৫

সরকার উৎখাতের পরিকল্পনা: আরেক নেতার দায় স্বীকার

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সরকার উৎখাতের পরিকল্পনা: আরেক নেতার দায় স্বীকার
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫



সরকার উৎখাতের পরিকল্পনা: আরেক নেতার দায় স্বীকার

রাজধানীর ভাটারা থানাধীন একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গোপন বৈঠকের মামলায় বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা আদালতে জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান জবানবন্দি রেকর্ড করেন। এছাড়া এ মামলায় আরও ২ ছাত্রলীগ নেতার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোহেল রানা স্বেচ্ছায় দায় স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক মো. জেহাদ হোসেন জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। পরে আদালত জবানবন্দি রেকর্ড করেন। এছাড়া বাকি দুজন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন জেহাদ হোসেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত উভয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলো, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ দেব ওরফে নয়ন ও সন্দ্বীপ থানা ছাত্রলীগ নেতা শামসুদ্দিন রনি।

বাংলাদেশ সময়: ২০:৩২:৫২   ১০৪ বার পঠিত