বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সমর্থনে বিক্ষোভ করায় লন্ডনে গ্রেপ্তার ৩

প্রথম পাতা » আন্তর্জাতিক » প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সমর্থনে বিক্ষোভ করায় লন্ডনে গ্রেপ্তার ৩
বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫



প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সমর্থনে বিক্ষোভ করায় লন্ডনে গ্রেপ্তার ৩

লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সমর্থনে বিক্ষোভ করায় দুই নারী ও এক পুরুষকে অভিযুক্ত করেছে বৃটেনের পুলিশ। অভিযুক্তরা হলেন, পশ্চিম সাসেক্সের জেরেমি শিপপাম (৭১), সারে থেকে জুডিত মুরে (৭১) এবং হ্যাকনির ফিয়োনা ম্যাকলিন (৫৩)। আগামী ১৬ সেপ্টেম্বর ওয়েস্টমিন্টিার ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, ওয়েস্টমিনিস্টারের এক বিক্ষোভ থেকে ৫ জুলাই ওই তিন ব্যক্তিতে গ্রেপ্তার করা হয়। দেশটিতে প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করা দণ্ডণীয় অপরাধ হিসেবে স্বীকৃত। এই গ্রুপের সদস্য হলে বা তাদের সমর্থন করলে সর্বোচ্চ ১৪ বছরের সাজা হতে পারে। শনিবার বিকেলে লন্ডনের পার্লামেন্ট প্রাঙ্গনে গ্রুপটির সমর্থনে একটি বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। এর আগে এই গ্রেপ্তারের ঘটনা সামনে এলো। ওই বিক্ষোকে পাঁচ শতাধিক মানুষ উপস্থিত হবেন বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

বৃহস্পতিবার বৃটেনের সন্ত্রাস দমন কমান্ড মেটসের প্রধান কমান্ডার ডোমিনিক মারফি ওই গ্রেপ্তার সম্পর্কে বলেন, আমরা একই দিনে গ্রেপ্তার হওয়া আরও ২৬ জনের মামলার ফাইলও ক্রাউন প্রসিকিউশন সার্ভিসে পাঠানোর পরিকল্পনা করছি। তিনি বলেন, প্যালেস্টাইন অ্যাকশনের আহ্বানে সপ্তাহান্তে যারা লন্ডনে আসার পরিকল্পনা করছে আমরা তাদের অপরাধমূলক কাজের বিষয়ে চিন্তা করার দৃঢ় পরামর্শ দিচ্ছি। এমন নিষেধাজ্ঞা অবৈধ বলে মনে করছে ফিলিস্তিনপন্থী ওই গ্রুপ। ইতিমধ্যেই নিজেদের ওপর বিতর্কিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে চ্যালেঞ্জ করার অনুমতি পেয়েছে তারা। ৩০ জুলাই হাইকোর্টের এক রায়ে বলা হয়েছে, সরাসরি প্রতিবাদের অংশ হিসেবে ইসরাইলের সঙ্গে সম্পর্কিত প্রতিরক্ষা সংস্থাগুলোতে ভাঙচুর চালানো এই গ্রুপের উপর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা উচিত।

বাংলাদেশ সময়: ২২:০৩:৫৩   ১০০ বার পঠিত