
এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
আগামী ২৬ শে জুলাই ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন উপলক্ষে আনন্দ মিছিল করেছেন পৌরসভা যুবদলের নেতাকর্মীরা।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমোহন পৌরসভা শাখার উদ্যোগে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি নাফিজ, সহ সভাপতি মো. ইব্রাহিম খলিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছানা উল্ল্যাহ মুন্সিসহ আরও অনেকে।
এসময় বক্তারা বলেন, আমরা খুবই আনন্দিত যে, দীর্ঘ দেড় যুগ পর লালমোহনে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এজন্য ধন্যবাদ জানাতে চাই বিএনপির আগামি দিনের কান্ডারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এবং আমাদের লালমোহন তজুমদ্দিনের গণমানুষের নেতা মেজর (অ:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম স্যারকে।
আমার আশাবাদী ত্যাগীদের এই কাউন্সিলে যথাযথ সম্মান ও মূল্যায়ণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৮:১৯:৩৭ ৪০ বার পঠিত