
ফিলিস্তিনের গাজায় ক্ষুধা ও অপুষ্টিতে ৩ দিনে প্রাণ হারিয়েছে ২১ শিশু। মঙ্গলবার গাজার আল শিফা হাসপাতালের প্রধান আবু সালমিয়া ওই তথ্য জানিয়েছেন। গাজার আল শিফা, দেইর আল বালাহর আল আকসা শহীদ হাসপাতাল এবং খান ইউনিসের নাসের হাসপাতালে ওই মৃত্যুগুলো রেকর্ড করা হয়েছে। খাদ্য ও চিকিৎসা উপকরণের সংকটের কারণে ওই শিশুদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আবু সালমিয়া। এতে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে বলা হয়েছে, উপত্যকাটিতে ত্রাণ পৌঁছায়না বললেই চলে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজায় যুক্তরাষ্ট্র-ইসরাইল সমর্থিত ত্রাণ বিতরণ সংস্থা গাজা হিউম্যানটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) কার্যক্রম শুরুর পর থেকে ইসরাইলি বাহিনীর হাতে কমপক্ষে ১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে জিএইচএফের কাছে ৭৬৬ জন নিহত হয়েছেন। জাতিসংঘ ও অন্য সংস্থার ত্রাণবাহী গাড়ির নিকট হয়েছেন আরও ২৮৮ জন। এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক সতর্ক করে বলেছেন, দেইর আল বালাহতে ইসরাইলি আগ্রাসনের ফলে আরও বেসামরিক নাগরিকের মৃত্যু হতে পারে। এদিকে মঙ্গলবার ইসরাইলের হামলায় আরও ২০ জন নিহত হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিবিদ কাজা কালাস এক বিবৃতিতে বেসামরিক নাগরিকদের হত্যার নিন্দা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২৩:৫৫:৩৪ ২০ বার পঠিত