মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২০, আহত ১৭১

প্রথম পাতা » জাতীয় » বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২০, আহত ১৭১
সোমবার, ২১ জুলাই ২০২৫



বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২০, আহত ১৭১

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত হয়েছে। এ ছাড়াও বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছে। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এছাড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহতদের সংখ্যাও জানিয়েছে আইএসপিআর।

কুয়েত মৈত্রী হাসপাতাল:আহত ৮ জন, নিহত নেই

জাতীয় বার্ন ইনস্টিটিউট:আহত ৭০ জন, নিহত ২

ঢাকা মেডিকেল:আহত: ৩, নিহত ১

সিএমএইচ-ঢাকা:আহত ১৭, নিহত ১২

কুর্মিটোলা জেনারেল হসপিটাল:আহত ১, নিহত ২

লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা:আহত:-১১ নিহত: ২

উত্তরা আধুনিক হসপিটাল:আহত ৬০, নিহত ১

উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল:আহত: ১, নিহত নেই

এই ৮ হাসপাতালে মোট আহত হয়ে চিকিৎসাধীন ১৭১ জন।

উল্লেখ্য, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৭:৪৫   ২৩ বার পঠিত