
স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৪০ বোতল ফেন্সিডিলসহ সিলভার কালারের একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬জুলাই) জেলার গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ আব্বাস উদ্দিন সংগীয় ফোর্স সহ বিকাল ৩টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনাল থেকে ফেন্সিডিলসহ সিলভার কালারের একটি প্রাইভেটকার উদ্ধার করে।
-এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা রুজু হয়।
জানা যায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা কৌশলে পালিয়ে যায়। আসামী সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
রাজবাড়ী জেলা পুলিশ গুরুত্বপূর্ন অপরাধ উদঘাটনে সদা বদ্ধপরিকর। ইতোমধ্যে জেলায় সংঘটিত বিভিন্ন অপরাধ দ্রুততার সাথে উদঘাটন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:১১:৩৪ ৯৭ বার পঠিত