শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

মেয়েকে মমি করার অভিযোগে এক মার্কিন নারী গ্রেপ্তার

প্রথম পাতা » আন্তর্জাতিক » মেয়েকে মমি করার অভিযোগে এক মার্কিন নারী গ্রেপ্তার
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫



মেয়েকে মমি করার অভিযোগে এক মার্কিন নারী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের একটি হোটেলে এক নারীর কক্ষে তার মেয়ের মমি করা মৃতদেহ পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানাতে না পারায় এবং পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করায় ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নারীর নাম মুরি (৪৬)। ধারণা করা হচ্ছে, তিনি ভ্রান্তিতে আছেন। কারণ তার মতে তার মেয়ে (কোল মুরি) জীবিত আছে এবং তার পাশেই আছে। ঘটনা প্রথম সামনে আসে যখন হোটেলের এক কর্মচারী পুলিশকে মুরির বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেন। কারণ তিনি দাবি করেন, হোটেলটি তার স্বামীর এবং হোটেলের কর্মচারীরা ঠিক মতো কাজ করছে কিনা তা নিশ্চিতে তিনি সেখানে যান। এদিকে পুলিশ যখন মুরির কক্ষে প্রবেশ করেন তখন তারা নোংরা গন্ধ পান। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কক্ষে কোনো গন্ধ নেই। কিছুক্ষণ তল্লাশি চালানোর পর পুলিশ কোল মুরির মমি করা  মৃতদেহ দেখতে পায়। মৃতদেহটি দেখে মনে হচ্ছিলো মেয়েটি অপুষ্টিতে ভুগেছে। চিকিৎসকরা জানিয়েছেন, মেয়েটি অনেক আগেই মারা গেছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি মুরি। তদন্তের সময় তিনি বলেছেন, কোল এখনও আমাদের সঙ্গে আছে। ঈশ্বর এখনও আমার ও আমার মেয়ের সঙ্গে আছে। গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে, ম্যুর ভ্রান্তিতে আছেন এবং এ কারণে তিনি সংকটের মধ্যে আছেন।

সূত্র:এনডিটিভি

বাংলাদেশ সময়: ২১:৫২:৩৫   ৬০ বার পঠিত