পুলিশকে ধমক দিলেন সাবেক মন্ত্রী কামরুল

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » পুলিশকে ধমক দিলেন সাবেক মন্ত্রী কামরুল
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫



পুলিশকে ধমক দিলেন সাবেক মন্ত্রী কামরুল

সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সুযোগ না দেওয়ায় পুলিশ সদস্যদের ধমক দিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলার সময় এ ঘটনা ঘটে।

জুলাই আন্দোলনে স্কুলছাত্র রাকিব হাসান হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখানোর বিষয়ে এদিন শুনানি ছিল।

সকাল সোয়া ১০টার দিকে তাদের এজলাসে তোলা হয়। পেছনে হাতকড়া পরানো, বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট ছিল তাদের। পুলিশ বেষ্টনী দিয়ে এজলাসে তাদের তোলার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চান কামরুল।

তবে পুলিশ সদস্যরা তাকে কথা বলতে

নিষেধ করেন। এসময় ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যদের ধমক দেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। রূঢ়কণ্ঠে বলেন, ‘কেন, তুমি টানতেছ কেন?’ তবে নীরব ছিলেন বিচারপতি মানিক।

পরে ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন।

এর আগে গত ৮ জানুয়ারি আদালতে পুলিশ সদস্যদের প্রতি ক্ষোভ ঝেড়েছিলেন কামরুল ইসলাম। সেদিন লালবাগ থানার আলী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি ছিল।

এজলাস কক্ষে নেওয়ার সময় লিফটে না তুলে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে নেওয়ায় তিনি বলেছিলেন, “ইতরামির একটা সীমা আছে, ফাজলামো পেয়েছেন নাকি?”

বাংলাদেশ সময়: ১:১৫:৫৩   ১০১ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যায় অভিযুক্ত ৭ ‘মাদক কারবারী’
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের এপিএস মনিরের দুই নৌযান জব্দ
এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার
স্ত্রী-কন্যাসহ র‍্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
৯০তম বারের মতো পেছালো রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার সময়সীমা
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বাঁধনসহ ৭ জন রিমান্ডে
ঢাবি শিক্ষিকা মোনামীর মামলা তদন্তের নির্দেশ
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৮ ডিসেম্বর
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা

Law News24.com News Archive

আর্কাইভ