![]()
স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে কারবালার শোকাবহ ঘটনাকে স্মরণ করে প্রতিবছরের মতো এবারও শোক মিছিল করা হয়।
রবিবার (৬ জুলাই) সকালে রাজবাড়ী শহরের খানকা শরীফ (বড় মসজিদ) থেকে শোক মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক ও রাজবাড়ী বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারী অনেকে জানান, এই দিনটি আমাদের জন্য গভীর শোকের, ইমাম হোসেন ও তার পরিবারের শহীদ হওয়ার ঘটনাকে আমরা চিরদিন স্মরণে রাখি। প্রতিবছর এই মিছিলে অংশ নিয়ে তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই।
শোক মিছিলে জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা হাজার- হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ গ্রহণ করে। মিছিলে অনেকে কালো পোশাকে ছিলেন, অনেকের হাতে ছিল কারবালার স্মৃতিবাহী প্রতীক— আলাম, নিশান, বেস্তা ও বইলালাম।
শোক মিছিল কারীদের নিরাপত্তায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং আঞ্জুমান-ই- কাদেরীয়ার পক্ষ থেকে স্বেচ্ছাসেবক কাজ করে।
শোক মিছিলে আঞ্জুমান-ই-কাদেরীয়ার কেন্দ্রীয় কমিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও ঢাকা আঞ্জুমান-ই কাদেরীয়ার সভাপতি মাহবুবুল আলম দুলাল, রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়া জেলা শাখার সভাপতি(ভারপ্রাপ্ত) ও বিশিষ্ট ব্যবসায়ি নাসিম শফি, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জলিল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশিদ মোল্লা, ট্রেজারার গোলাম পাঞ্জাতুন লালটু, এসিস্ট্যান্ট ট্রেজারার মোঃ দলিল উদ্দিন দুলাল, সদস্য আব্দুল আজিজ কাদেরী খোকন, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল,জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ আনুমানিক ২০ হাজারের বেশি ভক্ত-মুরীদান এই শোক মিছিলে অংশগ্রহণ করেন
বাংলাদেশ সময়: ১৮:৩৫:০৮ ১৮৬ বার পঠিত