শনিবার, ২৮ জুন ২০২৫

জামালপুরে নিজ বাড়ির উঠানে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রথম পাতা » প্রধান সংবাদ » জামালপুরে নিজ বাড়ির উঠানে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
রবিবার, ২৯ জুন ২০২৫



জামালপুরে নিজ বাড়ির উঠানে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

জামালপুরের ইসলামপুর উপজেলায় নিজ বাড়ির উঠানে আব্দুর রহিম নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জিগাতলা চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম কুলকান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য। তিনি কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানায়, শনিবার গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আব্দুর রহিমকে ঘর থেকে ডেকে বের করা হয়। এ সময় তিনি বের হয়ে বাড়ির উঠানে আসলে ১০-১২ জন তাকে কুপাতে থাকে। এ সময় স্ত্রী ও স্বজনরা বাঁধা দিতে আসলে তাদেরকেও মারধর করে তারা। এ সময় ঘটনাস্থলেই আব্দুর রহিম মারা যায়। পরে আজ রোববার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১২:৫০:২১   ২৩ বার পঠিত