সাম্য হত্যা: গ্রেপ্তার তিনজন ফের রিমান্ডে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সাম্য হত্যা: গ্রেপ্তার তিনজন ফের রিমান্ডে
শুক্রবার, ২৩ মে ২০২৫



সাম্য হত্যা: গ্রেপ্তার তিনজন ফের রিমান্ডে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং স্যার এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার তিনজনের দ্বিতীয় দফায় পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. তামিম হাওলাদার (৩০), পলাশ সরদার (৩০) ও সম্রাট মল্লিক (২৮)।

শুক্রবার (২৩ মে) ছয়দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের দ্বিতীয় দফায় সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৩ মে দিবাগত রাতে ঢাকার গ্রিনরোড ও রাজাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। পরের দিন ১৪ মে তাদের কারাগার পাঠানোর আদেশ দেন আদালত। গত ১৭ মে তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা।

গত ১৩ মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় রাত ১২টার দিকে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১৪ মে সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২০:২৪:১১   ১৩০ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


বিএসবি গ্লোবালের খায়রুল আরও ১০ মামলায় গ্রেফতার
হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে সোলায়মান সেলিম
‘চাঁদাবাজ চাঁদাবাজ’ স্লোগান শুনে মুখ লুকালেন বৈষম্যবিরোধীর ৪ ছাত্রনেতা
বিচারিক কাজে অসহযোগিতা, পুলিশ কর্মকর্তাকে ব্যাখ্যার নির্দেশ
‘জুলাই চেতনা বিক্রি করে চাঁদাবাজি করেছিস’ — আদালতে রাজ্জাকদের প্রতি দুয়োধ্বনি
২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় আবুল বারকাতকে দুদকের জিজ্ঞাসাবাদ
ক্ষমতায় থাকাকালীন আদালতের কোনো উন্নয়ন করেননি: ইনুকে আদালতে তিরস্কার
বাংলাদেশটারই কোনো লাইফ নেই, পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে: আদালতে বিচারক
শেখ রেহানার স্বামী ও ছেলের নামে থাকা গাজীপুরের জমি জব্দের আদেশ
সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় চারজন কারাগারে

Law News24.com News Archive

আর্কাইভ