কিছুক্ষণের মধ্যেই ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » কিছুক্ষণের মধ্যেই ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প
সোমবার, ১৯ মে ২০২৫



কিছুক্ষণের মধ্যেই ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

নানা জল্পনা-কল্পনার পর ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল ১০টায় এ দুই নেতার মধ্যে ইউক্রেন ইস্যুতে ফোনালাপ হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ সংঘাত বন্ধে ক্রেমলিন যেন রাজি হয় সে বিষয়ে বিশেষ জোর দিয়েছেন ইউরোপীয়ান ইউনিয়নের নেতারা।

২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকেই দুই দেশের মধ্যে সংঘাত চলছে। রাশিয়া-ইউক্রেন সংঘাত এ দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে পশ্চিমারাও প্রচ্ছন্নভাবে জড়িত। এক্ষেত্রে ওই সংঘাত ১৯৬২ সালে কিউবার ক্ষেপণাস্ত্র ইস্যুর পর রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে সবচেয়ে বড় উত্তপ্ত পরিস্থিতির সূত্রপাত ঘটিয়েছে। দ্বিতীয়বার ক্ষমতায় এসেই বারবার নিজেকে শান্তিকামী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন ট্রাম্প। একাধিকবার মস্কো-কিয়েভের রক্তক্ষয়ী সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। কেননা এই সংঘাতকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রক্সি যুদ্ধ হিসেবেও চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন। ফলত ওয়াশিংটন খুব দ্রুত এই সংঘাত নিরসনে চাপ দিচ্ছে। তাদের ক্রমাগত চাপের ফলেই গত সপ্তাহে তুরস্কের বাণিজ্যিক শহর ইস্তাম্বুলে শান্তি আলোচনায় মুখোমুখি হয় মস্কো ও কিয়েভ। যেটি ২০২২ সালের পর প্রথম সামনাসামনি আলোচনা। তবে মিডিয়ার খবর অনুযায়ী উভয়র পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি। একদিকে যুদ্ধবিরতির ক্ষেত্রে শর্ত আরোপ করেছে মস্কো। আর অন্যদিকে নিঃশর্ত যুদ্ধবিরতির কথা বলেছে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো। এমন পরিস্থিতিতে পুতিনের সঙ্গে ট্রাম্পের আলোচনা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ২১:৪৬:৩৮   ৩৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ট্রাম্পের মধ্যস্থতার দাবি উড়িয়ে দিলেন এস জয়শঙ্কর
হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট বাংলাদেশে মানুষের মৌলিক স্বাধীনতা হুমকির মুখে
‘ইসরাইল পাগল রাষ্ট্রে পরিণত হচ্ছে’
অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়ে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ান ৪১ আইনপ্রণেতার চিঠি
ইতিহাস গড়লেন শিবলি আলম টেমসাইডের প্রথম বাংলাদেশি নারী মেয়র
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনা নিয়ে সন্দিহান খামেনি
কিছুক্ষণের মধ্যেই ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প
‘চুক্তি হোক বা না হোক, ইরান পরমাণু সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে’
সোমালিয়ার রাজধানীতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১০
অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ