চিন্ময় দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » চিন্ময় দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
রবিবার, ১৮ মে ২০২৫



চিন্ময় দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষ্মচারীকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আইনজীবী সাইফুল ইসলাম ইসলাম আলিফ হত্যা মামলায় এ জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়। এছাড়া আরও একটি রাষ্ট্রদ্রোহ মামলায় পৃথক আরেকদিন তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৮ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের আদেশ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ২৬ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে।

পরদিন দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করার পর কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়।

এসময় তার অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ ও বিজিবি লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে এদিন বিকেলে রঙ্গম কমিউনিটি হল সংলগ্ন এলাকায় আইনজীবী সাইফুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়। ছয়টি মামলায় গ্রেপ্তার হন ৫১ জন। তাঁদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগে ২১ জন গ্রেপ্তার রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০:০১:৫৫   ২৯ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


ট্রাম্পের মধ্যস্থতার দাবি উড়িয়ে দিলেন এস জয়শঙ্কর
হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট বাংলাদেশে মানুষের মৌলিক স্বাধীনতা হুমকির মুখে
ইশরাককে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে: ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
কিছু ধারা বলবৎ রেখে বাতিল সাইবার নিরাপত্তা আইন ২০২৩
আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ২৭ নেতাকর্মী
‘ইসরাইল পাগল রাষ্ট্রে পরিণত হচ্ছে’
অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়ে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ান ৪১ আইনপ্রণেতার চিঠি
পাওয়ার অব অ্যাটর্নি দিয়ে সম্পত্তি স্থানান্তরের চেষ্টা সামিটের আজিজ খানের
স্ত্রী-মেয়েসহ সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাকের ব্যাংক হিসাব অবরুদ্ধ
ইশরাককে শপথ না পড়ানোর রিটের আদেশ বৃহস্পতিবার

Law News24.com News Archive

আর্কাইভ