বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

আদালতে পুলিশের ওপর চটলেন হাজী সেলিম

প্রথম পাতা » জাতীয় » আদালতে পুলিশের ওপর চটলেন হাজী সেলিম
মঙ্গলবার, ৬ মে ২০২৫



আদালতে পুলিশের ওপর চটলেন হাজী সেলিম

আবারও আদালতে মেজাজ হারিয়েছেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম। সোমবার (৫ এপ্রিল) ঢাকার সিএমএম আদালতের এজলাসে পুলিশের সঙ্গে খারাপ আচরণ করেছেন তিনি। এমনকি হাজতখানায় নিয়ে যাওয়ার সময়েও পুলিশের সঙ্গে চিল্লাপাল্লা করেছেন বাকশক্তিহীন হাজী সেলিম।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে শাহবাগ থানার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে। সোমবার (৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এদিন সকালে হাজী সেলিমকে ঢাকার সিএমএম আদালতের এজলাসে হাজির করা হয়। পরে আদালতের কাঠগড়ায় রাখা হয় তাকে।

এ সময় হাজী সেলিমের হাতে পত্রিকার একটি পৃষ্ঠা দেখা যায়। এক পুলিশ সদস্য পত্রিকার পৃষ্ঠাটি হাজী সেলিমের হাত থেকে নিতে গেলে চিৎকার করে ওঠেন তিনি। বাকশক্তি হারানো হাজী সেলিম পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে চিল্লাতে থাকেন। পরে তার আইনজীবীর মধ্যস্থতায় শান্ত হন তিনি। এরপর গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়।

পরে এজলাস থেকে হাজী সেলিমকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয়। সেখানেও বাধে বিপত্তি। পুলিশের সঙ্গে ফের চিল্লাপাল্লায় লিপ্ত হন বাকশক্তিহীন হাজী সেলিম। পরে শান্ত হলে ধীরে ধীরে এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয় তাকে। এ সময় তার মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট এবং দুই হাত পেছন দিক থেকে পিঠমোড়া করে বাধা ছিল।

বাংলাদেশ সময়: ১৬:১৮:৪৬   ৩৩ বার পঠিত