শনিবার, ৩০ আগস্ট ২০২৫

সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেয়ার নামে প্রতারণা, চক্রের ২ সদস্য আটক

প্রথম পাতা » অপরাধ » সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেয়ার নামে প্রতারণা, চক্রের ২ সদস্য আটক
রবিবার, ৪ মে ২০২৫



সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেয়ার নামে প্রতারণা, চক্রের ২ সদস্য আটক

সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেয়ার প্রলোভনে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসা একটি চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার (৩ মে) রাত দশটার পর থেকে ভোর ৪টা পর্যন্ত বগুড়া শহরের বড়গোলা টিনপট্টি এবং শাকপালা এলাকায় অভিযান চালিয়ে তাহের আলী রঞ্জু এবং বাইজিদ আলী নামের দুইজনকে আটক করে সেনাবাহিনী।

এ সময় তাদের কাছে থাকা প্রতারণার শিকার সেনাসদস্য হতে ইচ্ছুক এক পরীক্ষার্থীকও উদ্ধার করেন সেনা সদস্যরা।

বগুড়া সদর থানা পুলিশ জানায়, রোববার বগুড়া সেনানিবাসে সৈনিক পদের প্রাথমিক বাছাই পরীক্ষা রয়েছে। এই পরীক্ষাকে ঘিরে একটি প্রতারক চক্র প্রার্থীদের সঙ্গে প্রতারণা করছে এমন অভিযোগ যায় স্থানীয় সেনাক্যাম্পে।

এর প্রেক্ষিতে শনিবার রাত দশটার পর থেকে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায় সেনাসদস্যরা। একপর্যায়ে শহরের বড়গোলা টিনপট্টি এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে পাওয়া যায় এই চক্রের সদস্য বাইজিদ আলী এবং সৈনিক পদের পরীক্ষার্থী সাকিব আলীকে।

এ সময়ে সেখান থেকে চাকরি দেয়ার নামে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে জব্দরাখা শিক্ষা সনদের মূল কপি এবং ফাঁকা চেক ও বেশকিছু ফাঁকা স্ট্যাম্প উদ্ধার করা হয়। পরে বায়েজিদের স্বীকারোক্তিমাফিক শহরের শাকপালা এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় চক্রের মূল হোতা তাহের আলী রঞ্জুকে।

পুলিশ জানায়, সেনাবাহিনী,বিজিবি, পুলিশসহ বিভিন্ন বাহিনীতে চাকরি পাইয়ে দেয়ার নামে এই চক্রটি প্রার্থীদের কাছ থেকে তাদের শিক্ষা সনদের মূল কপি এবং ফাকা চেক সংগ্রহ করে। সেনাবাহিনীর সঙ্গে এই প্রতারক চক্রের কোনো যোগাযোগ না থাকলেও তারা বিভিন্ন ভুয়া ছবি দেখিয়ে প্রতারিতদের বুঝাতে সক্ষম হয় যে এই চাকরি তারা সহজে দিতে পারে।

পরীক্ষার আগে তারা বেশ কয়েকজনের কাছ থেকে এইভাবে ফাঁকা চেক এবং মূল সনদপত্র আটকে রাখে। এদের মধ্যে যারা যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়ে যায়, তাদের কাছ থেকে ১০ লাখ টাকা চাকরি পাইয়ে দেয়ার নামে নিয়ে নেয় এই প্রতারক চক্র। অভিযান শেষে প্রতারক চক্রের দুই সদস্যকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাসদস্যরা।

বাংলাদেশ সময়: ১২:৪৫:০৮   ১৭৩ বার পঠিত