ভারত-পাকিস্তান উত্তেজনা রাশিয়া কুচকাওয়াজে অংশ নিচ্ছেন না মোদি

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারত-পাকিস্তান উত্তেজনা রাশিয়া কুচকাওয়াজে অংশ নিচ্ছেন না মোদি
বৃহস্পতিবার, ১ মে ২০২৫



রাশিয়া কুচকাওয়াজে অংশ নিচ্ছেন না মোদি

পাকিস্তানের সঙ্গে তীব্র উত্তেজনা ভারতের। পেহেলগাম হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে সামরিক অভিযানের জন্য সেনাবাহিনীকে স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমন প্রেক্ষাপটে আগামী সপ্তাহে রাশিয়ার বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে অংশ নিচ্ছেন না মোদি। বুধবার ক্রেমলিন এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে অনলাইন মস্কো টাইমস। এতে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েতের বিজয়ের ৮০তম বার্ষিকীর অনুষ্ঠান আগামী ৯ই মে হবে রেড স্কয়ারে। এতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিদেশী কমপক্ষে ২০ জন নেতা অংশ নেয়ার কথা।

এ জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণ গ্রহণ করেছেন তারা। মোদিও এমন আমন্ত্রণ পেয়েছেন। তবে তিনি উপস্থিত হবে এমনটা নিশ্চিত করেননি। ফলে বুধবার ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকভ বলেন, ভারতের নেতা আসছেন না। তবে ভারতের প্রতিনিধিত্ব থাকবে। তা হবে অপেক্ষাকৃত নিম্নতর স্তরের। পরে ভারত সরকার বলেছে, মস্কোর এই প্যারেডে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে পাঠাবে ভারত।

উল্লেখ্য, গত ২২শে এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এরপর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ সেনাবাহিনীকে মোদি অনুমোদন দেয়ার পর যেকোনো সময় পাকিস্তানে সামরিক অভিযান শুরু হতে পারে। এই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করেছে নয়া দিল্লি। তবে পাকিস্তান তা প্রত্যাখ্যান করেছে। বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যকে উদ্ধৃত করে পাকিস্তান বলেছে- ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত। ওদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছেন। তার এ প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে কিয়েভ। তারা বলেছে, এর মধ্য দিয়ে যুদ্ধক্ষেত্রে সময়ক্ষেপণ করছে রাশিয়া।

বাংলাদেশ সময়: ৭:৪০:০৯   ১৮৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলি সামরিক আইনজীবীরা গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ সম্পর্কে সতর্ক করেন
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের
সরকারি শাটডাউন যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ভোগান্তিতে মানুষ
ভারত-পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা ৮: ট্রাম্প
শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল সীমিত করা হবে: মার্কিন পরিবহনমন্ত্রী
দামেস্কের বিমানঘাঁটিতে সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
সুদানের গৃহযুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব
শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা পুতিনের
গণহত্যার বেলায় শাহরুখ কেন চুপ?
সুদানের আল-ফাশারে গণহত্যার তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত

Law News24.com News Archive

আর্কাইভ