বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

কেন্দ্রীয় কৃষক লীগের সাংগাঠনিক সম্পাদক, রাজবাড়ীর সন্তান ডিবি পুলিশের হাতে গ্রেফতার

প্রথম পাতা » শিরোনাম » কেন্দ্রীয় কৃষক লীগের সাংগাঠনিক সম্পাদক, রাজবাড়ীর সন্তান ডিবি পুলিশের হাতে গ্রেফতার
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ কেন্দ্রীয় কৃষক লীগের সাংগাঠনিক সম্পাদক, দৈনিক জনতার আদালত প্রত্রিকার সম্পাদক,  রাজবাড়ীর কালুখালী উপজেলায় সন্তান,

নুরে আলম সিদ্দিকী হক কে গ্রেফতার করেছে (ডিবি) পুলিশ।


গ্রেফতারের এ বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পর বিভিন্ন মাধ্যমে  জানাগেলো, গতকাল

সোমবার (২১ এপ্রিল)  রাতে  রাজধানীর মোহাম্মদপুরের  নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।


ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়া জানান, মিরপুর মডেল থানার সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে নুরে আলম সিদ্দিকী হককে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে  তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া  চলছে।


উল্লেখ্য কৃষক লীগ নেতা নুরে আলম সিদ্দিকী হক

রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে  নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।


গ্রেফতারের পর তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে  বিভিন্ন আলোচনা, সমালোচনা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:৩০:০৪   ১৩০ বার পঠিত