
স্বপন সওদাগর জয়পুরহাট।
জয়পুরহাট শহরের একটি রেস্তোরাঁয় রুটি ও পরোটা বানানো নিয়ে দুই শ্রমিকের বিবাদে রডের আঘাতে একজনের মৃত্যু হয়েছে।
গত রোববার (৬ এপ্রিল) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মিডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই হোটেল শ্রমিক মারা যান।
এই দিনে সকাল ৯ টার পরে শহরের
নতুন হাট এলাকার কুসুম কিচেন এন্ড রেস্টুরেন্টের সামনে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত শ্রমিক কে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত শ্রমিকের নাম জাহিদ হাসান মোল্লা (৩৮)। তিনি ফরিদপুর জেলার সালথা উপজেলার রামকান্তপুর গ্রামের ইশাহাক মোল্লার ছেলে। সে তিন বছর ধরে কুসুম কিচেন এন্ড রেস্টুরেন্টে ও কুসুম সুইটসে নতুন হাট শাখায় কর্মরত ছিলেন।
অপরদিকে গ্রেপ্তার শাহিন মিয়ার (১৯) বাড়ি ময়মনসিংহ জেলা ধোবাউড়া উপজেলার রায়পুর এলাকায়।
ঘটনার বিবরনে রেস্টুরেন্ট সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টার সময় ককুসুম সুইটসে রুটি ওপরোটা ভাজা নিয়ে জাহিদ হাসান ও শাহিন মিয়ার মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এরপর জাহিদ কুসুম কিচেনে আসেন। কিছু ক্ষন পরশাহিন মিয়ার সাথে ওই রেস্টুরেন্টের নাসিম নামের (রেস্টুরেন্টের) শ্রমিকের সঙ্গে
মারামারি বাধে। সে সময় জাহিদ তাদের মাঝে যেতেই শাহিন মিয়ার হাতে থাকা লোহার রড দিয়ে জাহিদের মাথায় আঘাত করেন।
এতে জাহিদ রাস্তার উপর লুটিয়ে পড়েন। রেস্টুরেন্টের অন্য শ্রমিকেরা এসে জাহিদ কে জয়পুরহাট জেনারেল আধুনিক হাসপাতালে নিয়ে যায়।
সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মিডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়,পরবর্তী তে দুপুরের দিকে তিনি মারা যান।
জয়পুরহাট থানার ইনচার্জ (ওসি)নুর আলম সিদ্দিক জানান,
কুসুম কিচেন এন্ড রেস্টুরেন্টে শ্রমিক হত্যার ঘটনায় অভিযুক্ত শাহীন মিয়া কে গ্রপ্তার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৪৬:৩৬ ১৪৪ বার পঠিত