বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেফতার

প্রথম পাতা » জাতীয় » সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেফতার
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫



সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেফতার

সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

দীপঙ্কর তালুকদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে এখন আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তিনি পার্বত্য রাঙামাটি আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য। নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ৪:০৪:৪৫   ৮৬ বার পঠিত