আইনজীবী সাইফুল হত্যার আরেক মামলায় ১১ আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » প্রধান সংবাদ » আইনজীবী সাইফুল হত্যার আরেক মামলায় ১১ আসামি গ্রেপ্তার
সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫



আইনজীবী সাইফুল হত্যার আরেক মামলায় ১১ আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় অভিযুক্ত ১১ আসামিকে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক কোতোয়ালি থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, প্রেমনন্দন দাশ বুজা (১৯), রনব দাশ (২৪), বিধান দাশ (২৯), বিকাশ দাশ (২৪), রুমিত দাশ (৩০), রাজ কাপুর (৫৫), সামির দাশ (২৫), শিব কুমার দাশ (২৩), ওম দাশ (২৬), অজয় দাশ (৩০), দেবী চরণ (৩৬)।

গত ২৬ জানুয়ারি রাতে পুলিশ ১১ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। এরপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয় এবং আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

গত বছরের ২৬ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে।

এরপর ২৭ নভেম্বর কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে আদালতে হাজির করা হয়। আদালত চিন্ময়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনার প্রতিবাদে ইসকন অনুসারীরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং আদালত এলাকায় মসজিদ, দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালায়।

বিক্ষোভের মধ্যেই সেদিন বিকেলে চট্টগ্রাম আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে একদল ইসকন অনুসারীর হাতে খুন হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম।

এই ঘটনায় ২৯ নভেম্বর রাতে কোতোয়ালি থানায় মামলা করেন নিহতের বাবা জামাল উদ্দিন। এজাহারে ৩১ জনের নাম উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:২২   ১৩৭ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাসিনাসহ রেহানা পরিবারের তিন মামলায় আরও ২২ জনের সাক্ষ্য
সালমান এফ রহমানের বিরুদ্ধে ১৭টি মানিলন্ডারিং মামলার অভিযোগপত্র দাখিল শিগগিরই
প্রধান উপদেষ্টাকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অসত‍্য: পররাষ্ট্র মন্ত্রণালয়
নিউইয়র্কে মামদানির ঐতিহাসিক জয়: ইহুদি ডেমোক্রেট রাজনীতিতে বিভাজনের ইঙ্গিত
ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে প্রস্তুত ল্যাভরভ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
উপদেষ্টা পরিষদে অধ্যাদেশের খসড়া অনুমোদন গুমের শাস্তি মৃত্যুদণ্ড
নোট অব ডিসেন্টের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক পথ: তারেক রহমান
ইসরাইলি সামরিক আইনজীবীরা গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ সম্পর্কে সতর্ক করেন
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের

Law News24.com News Archive

আর্কাইভ