বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫



পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরে হামলা চালিয়ে আরও দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার পর পশ্চিম তীরে হামলা শুরু করেছে দেশটি। তাদের এ হামলায় এ পর্যন্ত ১৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

এতে বলা হয়, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে- পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে বৃহস্পতিবার অভিযান পরিচালনার সময় গুলি করে ওই দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে তেল আবিব। নিহত দুই ফিলিস্তিনির পরিচয় প্রকাশ করেছে ওয়াফা নিউজ এজেন্সি।

বার্তা সংস্থাটির খবরে বলা হয়েছে, জেনিন শরণার্থী শিবিরে নিহত ওই দুই ব্যক্তির একজন ইয়াজান হাতেম আল হাসান এবং আমির আবু হাসান। ফিলিস্তিনে কর্তব্যরত রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিবেদন বলছে, জেনিন শরণার্থী শিবিরে আহত হওয়া তিন নারীকে গ্রহণ করেছে তারা। শরণার্থী শিবিরে ইসরাইলের বিমান হামলায় ওই নারীরা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা। পশ্চিম তীরে ‘সন্ত্রাসী অবকাঠামো’ ধ্বংস করতে সেখানে অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

জেনিনে অভিযান পরিচালনার সময় ইসরাইলি এক সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বিভাগ।

বাংলাদেশ সময়: ১:১৬:০৯   ১০২ বার পঠিত